ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের ডিজিটাল পড়াশোনায় সাধ্যের মধ্যে ল্যাপটপ -মোঃ হাবিবুর রহমান

প্রকাশিত: ০৫:২৬, ২৩ ডিসেম্বর ২০১৭

শিক্ষার্থীদের ডিজিটাল পড়াশোনায় সাধ্যের মধ্যে ল্যাপটপ  -মোঃ হাবিবুর রহমান

আধুনিক সময়ে এসে আমাদের কাছে ল্যাপটপের চাহিদা এখনও বিদ্যমান। কিন্তু আমাদের মানুষিক টেস্টটা ভিন্ন হয়ে গেছে। সাবরিনা নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে তার মনের মতো ল্যাপটপ কি রকম হবে জানতে চাইলে তিনি এক কথায় বলেন, বাসায় তার ডেস্কটপ আছে, একটা ট্যাবও গিফট পেয়েছেন। কিন্তু ল্যাপটপ আমার দরকার। যেটা বহন করতে কষ্ট না হয় আবার কাজও করা যাবে। তার সঙ্গে একমত পোষণ করলেন আবির হাসান। মিরানা একজন কাস্টমার কেয়ারে জব করেন। তিনি তার কাজের প্রয়োজনেই ল্যাপটপ ব্যবহার করেন। কিন্তু ল্যাপটপটি ওজনে বেশ ভারি হওয়ায় তিনি তার কাঁধে বেশ ব্যথা পেয়েছেন। ল্যাপটপটি বহন করতে খুবই কষ্ট হয়। তিনি জানালেন সাধ্যের মধ্যে আর হাল্কা ওজনের একটা ল্যাপটপ তার খুবই প্রয়োজন। বিশ্ববাজারে প্রযুক্তি প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় একটি ল্যাপটপ ব্র্যান্ড আইলাইফ। আইলাফের মাদার প্রোডাক্ট আমেরিকান। বার্তমানে বাংলাদেশের বাজারে আইলাইফ তাদের এই বিখ্যাত পণ্যটি নিয়ে এসেছে। এ দেশের মানুষের কথা চিন্তা করে আইলাইফ সাধ ও সাধ্যের মধ্যে অসম্ভব সুন্দর স্টাইলিশ ল্যাপটপ বাজারজাত করছে। ল্যাপটপটির নাম জেড এয়ার। এই জেড এয়ার সিরিজের ল্যাপটপগুলোর সব থেকে আকর্ষণীয় দিক হলো এটা এতটাই হাল্কা যে ল্যাপটপ বহনে কোন কষ্টই হবে না আর এই ব্যান্ডটির তৈরি করা ল্যাপটপটি বাংলাদেশের বাজারে প্রযুক্তি পণ্যের মধ্যে সব থেকে দামেও কম। জেড এয়ার ব্র্যান্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ নাসির উদ্দিন জনকণ্ঠের প্রতিবেদককে বলেন, তাদের তৈরি ল্যাপটপ ব্র্যান্ডটি আমেরিকার বাজারে বেশ জনপ্রিয়। আর বাংলাদেশের ছাত্রছাত্রীদের মাঝে ডিজিটাল শিক্ষার প্রথম দরকারি পণ্যটি হলো ল্যাপটপ। অনেক পরিবার আছে যাদের এই পণ্যটি খুবই প্রয়োজন কিন্তু অর্থের অভাবে আর বর্তমান বাজারে বিশেষ অফারের ধোঁকায় বোকা হওয়ার ভয়ে সাহস পায় না কিনতে। তাদের কথা মাথায় রেখে আইলাইফের জেড এয়ার ব্র্যান্ডের ল্যাপটপটি দামে সাধ্যের মধ্যে কিন্তু মানের দিক দিয়ে বিশ্বমানে। তাই শিক্ষার্থীরা নির্ভয়ে এই ল্যাপটপটি কিনতে পারে। ল্যাপটপটির মান যেহেতু বিশ্বমানের তাই এটার বিক্রয়ত্তোর সার্ভিস পলিসিও বিশ্বমানের। যার ফলে খুব তাড়াতাড়ি শিক্ষার্থীদের মন জয় করতে পারবে বলে তিনি আশা করেন। আমেরিকার ব্র্যান্ড আই লাইফ তাদের সকল ল্যাপটপে জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সরবরাহ করে। সম্প্রতি মাইক্রোসফটের পুরস্কার জিতা ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে তাদের জেড সিরিজের নতুন ল্যাপটপ জেড এয়ার বাজারজাত করে আসছে। ব্র্যান্ডটির এক মাত্র পরিবেশক সুরভী গ্রুপ জানায়, ছাত্রছাত্রী ও অফিসের কাজের জন্য সহায়ক জেড এয়ার ল্যাপটপের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জেড এয়ার ল্যাপটপে ॥ ১৪ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে, পাওয়ারফুল ইনটেল প্রসেসর, জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ২ জিবি রেম+৩২ জিবি ইএমএমসি স্টোরেজ, ৫০০ জিবি হার্ডডিস্ক সরাসরি ইউনাইটেড আরব আমিরাতের দুবাই থেকে আমদানি করায় এই ল্যাপটপে আরবি এবং ইংলিশ কিবোর্ড ব্যবহার করা হয়েছে। আই লাইফের প্রতিটি ল্যাপটপের সঙ্গে পাবেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টই। জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপটি খুবই স্লিম ও হাল্কা। আকর্ষণীয় ডিজাইনের ১৪ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে ও পাওয়ারফুল ইন্টেল প্রসেসর বিশিষ্ট এই ল্যাপটপে রয়েছে২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম এবং ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ, যা র‌্যামের সঙ্গে বড় প্রোগ্রাম শেয়ার করে কাজ করে। প্রয়োজনে এই ল্যাপটপে হার্ডডিস্ক বাড়ানো যাবে। এ ছাড়াও আনলিমিটেড এক্সটারনাল হার্ডডিস্ক ও পেনড্রাইভ ব্যবহার করা যাবে। ১.৫৩ কেজি ওজনের ল্যাপটপটিতে রয়েছে ওয়াইফাই কানেকটিভিটি, ২টি ইউএসবি পোর্ট টু, মাইক্রো এইচ ডিএমআই ও এসডি কার্ড পোর্ট। জেনুইন অপারেটিং সিস্টেম থাকায় ল্যাপটপটির কাজের স্পিড অতুলনীয়, সহজে ভাইরাস আক্রমণ করবে না, খুব দ্রুত অফিসের গুরুত্ব¡পূর্ণ ইমেইল চেকিং, ইন্টারনেট ব্রাউজিং, এইচডি মুভি দেখাসহ অন্যান্য কাজ করা যাবে, এটা আপনার প্রতিদিনের কাজকে আরও সহজ ও গতিময় করে তুলবে। মাইক্রো সফট অফিসের কাজ, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ফটোশপ, অটো-ক্যাডের কাজও করা যায়। শিক্ষার্থীর পাশাপাশি অফিস এবং ব্যক্তিগত কাজেও ডিভাইসটি ব্যবহার করা যাবে। সরাসরি ইউনাইটেড আরব আমিরাতের দুবাই থেকে আমদানি করায় এই ল্যাপটপে আরবী এবং ইংলিশ কিবোর্ড ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি, যা দিয়ে টানা ৭-৮ ঘণ্টা কাজ করা যাবে। এই ল্যাপটপটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। ল্যাপটপের কেবল মুভি দেখা বা গান শোনার বিনোদন নয়, দূর দেশের বন্ধু কিংবা প্রবাসী স্বজনদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে পারবেন ভাইবার, ইমু, স্ক্যাইপি কিংবা গুগল চ্যাটে। আইলাইফের নিজস্ব ফেসবুক : https:/ww/w.facebook.com/ilifebangladesh1/পেজে রয়েছে বিস্তারিত তথ্য। মাত্র বিশ হাজার টাকার নিচে এই ল্যাপটপটি দেশের কম্পিউটার মার্কেটের স্টারটেক (আইডিবি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, চট্টগ্রাম, রংপুর), রাইয়ান্স কম্পিউটার্স (আইডিবি ভবন, উত্তরা, মাল্টি প্লান সেন্টার, ইস্টার্ন প্লাস, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিং), ড্যাফোডিল কম্পিউটার, ডলফিন কম্পিউটার এবং কম্পিউটার ভিলেজের (মতিঝিল, চট্টগ্রামের আগ্রাবাদ, সেন্ট্রাল শপিং সেন্টার জিইসি মোড়) সবগুলো শোরুমে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও ল্যাপটপটি অনলাইন শপ পিকাবু, দারাজ ও আজকের ডিলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে কেনা যাবে। এই প্রসঙ্গে আইলাইফের সাথে যোগাযোগ করা যাবে : ০১৮৪৭০৫২০৭৪ এই নম্বরে।
×