ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোন এক্সেলারেটর স্টার্টআপ এক্সপো -নাহিদ ফারজান

প্রকাশিত: ০৫:২৫, ২৩ ডিসেম্বর ২০১৭

গ্রামীণফোন এক্সেলারেটর স্টার্টআপ এক্সপো  -নাহিদ ফারজান

গ্রামীণফোন এক্সেলারেটর এবং স্টার্টআপ ঢাকা জিপি হাউসে ব্যাচ ফোরের জন্য স্টার্টআপ এক্সপোর আয়োজন করে। এ অনুষ্ঠানে জিপি এক্সেলারেটরের ৫টি দল– আমার উদ্যোগ, মার্স, অভিযাত্রিক, ফুডটং ও অল্টারইয়ুথ প্রায় এক হাজার দর্শকের সামনে তাদের স্টার্টআপ প্রদর্শন করে। দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ দর্শক, বিনিয়োাগকারী, গ্রামীণফোনের কর্মচারীসহ আরও অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামীণফোনের সিইও, মাইকেল ফলি স্টার্টআপদের উৎসাহ যোগাতে যোগদান করেন। গ্রামীণফোন এক্সেলারেটর প্রোগ্রামকে এতদূর আসতে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘গ্রামীণফোন সব সময় চেষ্টা করে সমাজে বিদ্যমান বৈষম্যগুলোর উর্ধে উঠে সমাজের জন্য ভাল কিছু করতে। যেভাবে এখানের বিভিন্ন বয়সের মানুষ দেশের জন্য কিছু করার চেষ্টা করছে তা দেখে খুবই ভাল লাগল। এই স্টার্টআপগুলোকে গ্রামীণফোনে সর্বাত্মকভাবে সহায়তা করবে।’ কাজী মাহবুব হোসাইন, গ্রামীণফোনের হেড অব ট্রান্সফরমেশন, এই অনুষ্ঠানে এসে বলেন, ‘প্রতিবার এ উদ্যোক্তাদের আগ্রহ, সৃজনশীলতা এবং কর্মশক্তি দেখে আমি বিস্মিত হই। ডিসেম্বরে আমরা আমাদের আসন্ন ডেমো ডে’র মাধ্যমে তাদের সাফল্য এবং উন্নতি সকলের সামনে তুলে ধরতে চাই। ‘বাংলাদেশের সেরা টেকভিত্তিক স্টার্টআপদের খুঁজে বের করতে গ্রামীণফোন ও স্টার্টআপ ঢাকা ২০১৫ সালের অক্টোবরে যৌথ উদ্যোগে এক্সেলারেটর প্রোগ্রামটি শুরু করে। এরপর থেকে এই প্রোগ্রামটির আর কখন ঘুরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত বেশকিছু উল্লেখযোগ্য স্টার্টআপ এই প্রোগ্রামের মাধ্যমে উঠে আস্তে পেরেছে। যথেষ্ট বাছাই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবার পর টিমগুলো একটি চার মাসব্যাপী প্রশিক্ষণে যোগদান করার সুযোগ পায়। এই প্রশিক্ষণ তাদের একটি সফল এবং স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে।
×