ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ

প্রকাশিত: ০৫:২৫, ২৩ ডিসেম্বর ২০১৭

সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ

আইটি ডটকম ডেস্ক ॥ সপ্তম প্রজন্মের নতুন ল্যাপটপ এনেছে ওয়ালটন। ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লের ল্যাপটপের মডেল ডচ১৫৭ট৫এ। প্যাশন সিরিজের এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ২.৫ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই ফাইভ ৭২০০ইউ প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬২০ এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ। দেশের সব ওয়ালটন প্লাজা ও সেলস পয়েন্টে পাওয়া যাচ্ছে উচ্চমানের এই ল্যাপটপ। ধূসর (গ্রে) রঙের ল্যাপটপটির দাম ৪৩ হাজার ৯৫০ টাকা। থাকছে ২ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। ওয়ালটনের কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ মোঃ লিয়াকত আলী জানান, গত জুন মাসে ইন্টেলের সপ্তম জেনারেশনের প্রসেসরযুক্ত প্রথম ল্যাপটপ বাজারে ছাড়ে ওয়ালটন। যার মডেল ডচ১৫৭ট৩এ। ৩৫ হাজার ৫৫০ টাকা মূল্যের কোর আই থ্রি প্রসেসরের ওই ল্যাপটপ ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ক্রেতা চাহিদার কথা বিবেচনা করে এবার একই কনফিগারেশনের কোর আই ফাইভ প্রসেসরযুক্ত ল্যাপটপ বাজারে ছাড়া হয়েছে। তিনি জানান, এই ল্যাপটপে মাল্টি-ল্যাগুয়েজে ফোর সাইজ কিবোর্ডে স্ট্যান্ডার্ড ইংরেজীর পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট। ফলে বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে লিখতে পারবেন। এর শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, হাই ডেফিনেশন অডিও, দুটি বিল্ট ইন স্পিকার, ৪টি ইউএসবি পোর্ট, নাইন-ইন-ওয়ান কার্ড রিডার, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই ও ভিজিএ পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি। ব্যাটারিসহ এর ওজন মাত্র ২.২ কেজি। এই নিয়ে ওয়ালটনের ল্যাপটপ প্রোডাক্ট লাইনে যুক্ত হলো ২৭টি ভিন্ন ভিন্ন মডেল। ভিন্ন ভিন্ন ফিচার ও কনফিগারেশন এসব ল্যাপটপের দাম ২২ হাজার ৪৯০ টাকা থেকে ৮৩ হাজার ৫৫০ টাকার মধ্যে। এ ছাড়াও ওয়ালটনের রয়েছে বিভিন্ন মডেলের গেমিং এবং সাধারণ কিবোর্ড ও মাউস। সাশ্রয়ী মূল্যের এসব কিবোর্ডের দাম ৩৯০ টাকা থেকে ১৫৫০ টাকার মধ্যে। আর মাউসের দাম ২২০ টাকা থেকে ৫৯০ টাকার মধ্যে। এ ছাড়াও খুব শীঘ্রই ওয়ালটন আনছে বেশ কিছু নতুন পণ্য। যার মধ্যে রয়েছে ডেস্কটপ পিসি, মনিটর, পেনড্রাইভ, মেমোরি কার্ড এবং ওয়াইফাই রাউটার। মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে কিনতে পারেন টেমারিন্ড, প্যাশন, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের সব মডেলের ল্যাপটপ।
×