ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়নের আগাম মহাপরিকল্পনা ঘোষণা করলেন নতুন রসিক মেয়র

প্রকাশিত: ০৫:১৭, ২৩ ডিসেম্বর ২০১৭

উন্নয়নের আগাম মহাপরিকল্পনা ঘোষণা করলেন নতুন রসিক মেয়র

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২২ ডিসেম্বর ॥ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর রংপুর সিটি করপোরেশনের (রসিক) উন্নয়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের আগাম ঘোষণা দিয়েছেন সিটির মেয়র নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর বিগত মেয়রের নেয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন। রাস্তাঘাটের উন্নয়ন করবেন। নগরবাসীর দুর্ভোগ লাঘব করবেন। রংপুর মহানগরীর যানজট নিরসনই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন নতুন মেয়র ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রংপুরে অটোরিক্সার কারণে যে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, সবার আগে সেটা দূর করার জন্য কাজ করব। নির্বাচনী অঙ্গীকার এবং এলাকার উন্নয়নে আমার যে ভূমিকা হওয়া উচিত, সে ভূমিকাই আমি পালন করব।’ তিনি বলেন, নাগরিকরা যার যার এলাকা থেকেই যেন সেবা পান, সিটি করপোরেশন ভবনে আসতে না হয় সেই ব্যবস্থা করবেন। ৩৩ জন কাউন্সিলরের অফিসেই যাতে নাগরিক সেবা দেয়ার ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করবেন। তিনি বলেন, ‘দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, সরকারী সংস্থা ও সব মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নগরীর উন্নয়নের চেষ্টা করব।’ নতুন এই রসিক মেয়র বলেন, ‘রংপুরে জাতীয় পার্টির যে অবস্থান রয়েছে তাতে লাঙ্গলই যে জয়ী হবে, তা আমি আগেই বলেছিলাম। জনগণের দেয়া রায়ে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। ’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কথা দিয়েছিল, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কমিশন সেই কথা রেখেছে। এ কারণে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। তবে এই অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন, সরকারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।’ ঝন্টুর পরাজয় যে কারণে ॥ নির্বাচনী কাজে দলের সঙ্গে প্রার্থীর সমন্বয়ের অভাবের কারণেই রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর এমন শোচনীয় পরাজয় হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এমনটিই মনে করছেন। নিজ কেন্দ্রেও হারলেন ঝন্টু ॥ রংপুর সিটি করপোরেশনের (রসিক) বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজের কেন্দ্রেই হেরে গেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সরফুদ্দিন আহমেদ ঝন্টু। পরাজিত কাউন্সিলরের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ১৭ ॥ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ৮ নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় শতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ পরাজিত প্রার্থী আঞ্জুম কুঠিয়ালসহ ১৭ জনকে আটক করেছে। রসিক নির্বাচনের দিন কোনও ধরনের সহিংসতার খবর পাওয়া না গেলেও ভোটের পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এরশাদের ধন্যবাদ ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য রংপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। রংপুরের মতো আগামীতে সারাদেশেই লাঙ্গলের জয় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাঙ্গা আমাকে দুর্নীতিবাজ বলায় আমি কষ্ট পেয়েছিÑ ঝন্টু ॥ সদ্য রংপুর সিটি করপোরেশনে পরাজিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহামেদ ঝন্টু ক্ষোভ জানিয়ে বলেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা আমাকে দুর্নীতিবাজ বলায় আমি কষ্ট পেয়েছি। রাঙ্গা ও আমি একই এলাকায় থাকি। তার কাছে কী প্রমাণ আছে, আমি দুর্নীতিবাজ? এরশাদের ভাতিজা জামানত হারিয়েছেন ॥ রসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে ২ হাজার ৩ শত ১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার। দলের নির্দেশনা না মেনে মেয়র পদে নির্বাচন করায় ভাতিজা আসিফকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করেন এরশাদ।
×