ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন শান্তিপূর্ণ হলেও ইসির ওপর আস্থা নেই॥ ফখরুল

প্রকাশিত: ০৫:০১, ২৩ ডিসেম্বর ২০১৭

রসিক নির্বাচন শান্তিপূর্ণ হলেও ইসির ওপর আস্থা নেই॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নিয়ম ভঙ্গ করে রসিকের নির্বাচনে প্রচার চালিয়েছেন, তারই প্রভাব পড়েছে নির্বাচনে। তিনি বলেন,সব মিলিয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হলেও বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা আনার মতো এখনও তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না। শুক্রবার দুপুরে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে তার নিজ বাস ভবনে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে বোদা পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত এক সভায় বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর বোদা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীকে জয়ী করে সরকারকে উপযুক্ত জবাব দিতে হবে। তিনি বলেন সময় খুব খারাপ যাচ্ছে, দুঃসময়, দেশে গণতন্ত্র নেই, আমাদের কোন অধিকার নেই; সব অধিকার কেড়ে নেয়া হচ্ছে, লুটপাট করে দেশকে শেষ করে দেয়া হচ্ছে, দেশে কোন আইনশৃঙ্খলা নেই, প্রকাশ্যে লোকজনকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হচ্ছে, বিচার হচ্ছে না। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সূক্ষ¥ কারচুপির মাধ্যমে বিএনপি প্রার্থীকে পরাজিত করা হয়েছে। বিএনপিপন্থী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি। বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি বলেন, এমনটা যেন বোদা পৌরসভা নির্বাচনে করা না হয় সেদিকে ভোটারসহ জনগণকে সজাগ থাকতে হবে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশনের গঠনপ্রণালীই ভুল। দেশের বরেণ্য ব্যক্তিত্ব যাদের প্রতি সকলের আস্থা আছে, তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছিলাম। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, কাউকে তুষ্ট করার তার প্রয়োজন নেই। কারণ, তারা যখন যে দলের সঙ্গে কথা বলেছেন তখন তাকেই সন্তুষ্ট করেছেন। দেশের রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জোট সম্পর্কে মির্জা আলমগীর বলেন, জোটের উদ্যোগ আমরা সব সময় নিচ্ছি। আমরা সকলকে জোট করার আহ্বান জানাচ্ছি এবং নতুন একটি জোট তৈরি হয়েছে। জামায়াতের সঙ্গে আমাদের জোট ভেঙ্গে যায়নি। নির্বাচনের জন্য নয়, আন্দোলনের জন্য জামায়াতের সঙ্গে আমাদের জোট ভাঙ্গেনি। রসিক নির্বাচন সম্পর্কে মহাসচিব বলেন, সেখানে নির্বাচনের তেমন কোন উত্তেজনা ছিল না, এছাড়া রংপুরে বিএনপির যে রাজনৈতিক অবস্থান সে তুলনায় যে পরিমাণ ভোট পেয়েছি তা কম নয়। তবে আরেকটু সচেতন হলে আমরা আরও ভাল করতে পারতাম। এছাড়া অনেক দলের মতোই যোগ্য প্রার্থী মনোনয়নে আমাদেরও কিছুটা ভুল ছিল। নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড না হলে আবারও সেই ২০১৪’র মতো জোর করে নির্বাচন হবে। জোর করে নির্বাচন চাপিয়ে দিলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না এবং রাজনৈতিক সঙ্কট নিরসন হবে না। মতবিনিময়কালে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বোদা পৌরসভা নির্বাচনের পথসভা ॥ শুক্রবার দুপুরে বোদা পৌরসভার বিআরটিসি বাসস্ট্যান্ডে বোদা পৌর নির্বাচনে বিএনপিদলীয় মেয়র প্রার্থী হকিকুল ইসলামের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। মির্জা ফখরুল বলেন, সরকার বলেছিল দশ টাকা কেজিদরে মানুষকে চাল খাওয়াবে, এখন ৬০ টাকা কেজির নিচে চাল পাওয়া যায় না। আজকে সার-বীজসহ প্রত্যেকটি জিনিসের দাম হু হু করে বাড়ছে। এতে সরকারের কোন মাথাব্যথা নেই। তারা শুধু আখের গোছাতেই ব্যস্ত। তিনি বলেন, যদি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, জিনিসপত্রের দাম কমিয়ে আনতে হয়, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে হয় তাহলে ধানের শীষ প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ধানের শীষের জন্য একত্রে কাজ করতে হবে। মনোনয়ন কে পেল আর কে পেল না; এসব দেখে লাভ নেই। সকলে মিলে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করুন। এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ,পঞ্চগড়ের সাবেক সংরক্ষিত আসনের সাংসদ এ্যাডভোকেট রীনা পারভীন, বোদা পৌরসভার ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হকিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×