ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে আওয়ামী লীগের পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না ॥ মুহিত

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ ডিসেম্বর ২০১৭

রংপুরে আওয়ামী  লীগের পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রংপুরে আওয়ামী লীগের পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। শুক্রবার সিলেটে দু’দিনব্যাপী বীমা মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রংপুর সিটি নির্বাচন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতির যে নিরপেক্ষতা আছে, সেটা প্রতিষ্ঠা পেয়েছে এই নির্বাচনে। বহুদলীয় গণতন্ত্রের দেশে বিভিন্ন দলের প্রার্থী পাশ করবে, এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য। তিনি বলেন, রংপুরে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় জাতীয় নির্বাচনে তেমন একটা প্রভাব ফেলবে না। তিনি এ সময় রংপুরের নবনির্বাচিত মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমানকে অভিনন্দন জানান অর্থমন্ত্রী। মন্ত্রী বলেন যেখানে বহু রাজনৈতিক দল রয়েছে, সেখানে একেক জায়গায় একেক দলের প্রার্থী নির্বাচিত হবেন- এটা খুবই স্বাভাবিক। দেশের নির্বাচন পদ্ধতিতে যে নিরপেক্ষতা রয়েছে তা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে। এর আগে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বীমা মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী। পরে বীমা মেলার বিভিন্ন স্টল তিনি ঘুরে দেখেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর-এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে বক্তব্য দেন। মেলায় ৩২টি কোম্পানি অংশগহণ করেছে। এই মেলায় বিভিন্ন কোম্পানি তাদের গ্রাহকদের প্রায় ১৯ কোটি টাকার বীমার দাবি নিষ্পত্তি করে।
×