ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাউল ক্যাস্ট্রো আগামী এপ্রিলে পদত্যাগ করবেন

প্রকাশিত: ০৪:৩১, ২৩ ডিসেম্বর ২০১৭

রাউল ক্যাস্ট্রো আগামী এপ্রিলে পদত্যাগ করবেন

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো আগামী এপ্রিলে পদত্যাগ করে তার পরবর্তী উত্তরাধিকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দেশটির শীর্ষ গবর্নিং কাউন্সিল সভায় ভোটে পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করা হয়। খবর এএফপির। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ক্যাস্ট্রো (৮৬) আগের মেয়াদের চেয়ে দুই মাস বেশি সময় ক্ষমতায় থাকবেন। বৃহস্পতিবার পার্লামেন্টারি সেশন শেষে ক্যাস্ট্রো বলেন, যেহেতু ন্যাশনাল এসেম্বলি গঠিত হয়েছিল এপ্রিলে, সরকার ও রাষ্ট্র প্রধান হিসেবে আমার দ্বিতীয় ও শেষ মেয়াদও তখন শেষ হবে এবং কিউবা তখন একজন নতুন প্রেসিডেন্ট পাবে। দেশটির কমিউনিস্ট শাসন ব্যবস্থার ক্যালেন্ডার অনুযায়ী ক্যাস্ট্রোর ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা ছাড়ার কথা। কিন্তু গত সেপ্টেম্বরে হ্যারিকেন আঘাত হানায় তা পিছিয়ে যায়। কিউবার প্রেসিডেন্ট ৩১ সদস্যের কাউন্সিল অব স্টেট গঠন করে এবং এর প্রধান হিসেবে থাকবেন দেশটির প্রেসিডেন্ট। কাউন্সিল অব স্টেটকে প্রথমে দেশটির ৬ শ’ সদস্যের ন্যাশনাল এসেম্বলির সদস্য নির্বাচন করতে হবে। আগামী ১৯ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ সেশনে আইন প্রণেতাদের ভোটে ১৯ এপ্রিল কাউন্সিল অব স্টেট গঠনের তারিখ নির্ধারণ করা হয়। নতুন ন্যাশনাল এসেম্বলি নির্বাচনের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে। রাউল ক্যাস্ট্রো দুই বছরের জন্য অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইতোমধ্যেই তিনি ঘোষণা করেছেন, তিনি এই পদে আর থাকবেন না।
×