ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইএসের বিরুদ্ধে অস্ট্র্রেলিয়ার অভিযান সমাপ্ত

প্রকাশিত: ০৪:৩১, ২৩ ডিসেম্বর ২০১৭

আইএসের বিরুদ্ধে অস্ট্র্রেলিয়ার অভিযান সমাপ্ত

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। গত প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাদের ছয়টি জঙ্গী বিমান ফিরিয়ে নেবে বলে জানা গেছে। তবে ইরাক সরকারের অনুরোধে দেশটির জ্বালানি পরিবাহী এবং নজরদারি বিমান সেখানে থেকে যাবে। খবর বিবিসির। সম্প্রতি ইরাক আইএসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সেখানে অভিযানের সমাপ্তি টানার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শুক্রবার জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেরি পেনি। ইরাক ও অন্যান্য মিত্র দেশের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে অস্ট্রেলিয়ার ৭৮০ জন সেনা ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এ অভিযানকে দীর্ঘ এবং ‘নিষ্ঠুর’ বর্ণনা করে এতে অংশ নেয়া অস্ট্রেলিয়ার সেনাদের ধন্যবাদ দিয়েছেন।
×