ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়া মোকাবেলায় জাপানের রেকর্ড সামরিক ব্যয়

প্রকাশিত: ০৪:৩০, ২৩ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়া মোকাবেলায় জাপানের রেকর্ড সামরিক ব্যয়

জাপান সরকার আগামী অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪৬ বিলিয়ন চার হাজার ছয় শ’ ডলার ব্যয় ধার্য করেছে। শুক্রবার প্রকাশিত সরকারী সূত্র থেকে এ তথ্য জানা গেছে। উত্তর কোরিয়ার অব্যাহত সামরিক হামলা তথ্য ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে এ বিপুল অর্থ ব্যয় করা হবে। এএফপি। সে দেশে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দকৃত এই অর্থ ৮৬০ বিলিয়ন ডলারের জাতীয় বাজেটের অংশ। জাপানে দ্রুত বর্ধনশীল প্রবীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণ খাতে ব্যয় অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে পর পর ছয় বছর ধরে জাপানের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পরাশক্তিধর দেশটির সঙ্গে নানা ধরনের শর্তের বেড়াজালে আবদ্ধ। চুক্তির কোন কোন শর্ত একটি স্বাধীন দেশের জন্য অবমাননাকরও বটে। এদেশের একটি দ্বীপকে মার্কিন ঘাঁটি করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে সমর্পণ করতে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত শক্তি জাপানকে। তাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ঘোষণা দিতে গিয়ে উত্তর কোরিয়া তার কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও দক্ষিণ কোরিয়াকে প্রাথমিক পর্যায়ে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা বলে আসছে। সম্প্রতি পিয়ংইয়ং দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায়। গত মাসে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি জাপানের ওপর দিয়ে সে দেশের পূর্ব দিকের সাগরে গিয়ে পড়েÑ যা জাপানের এক্সক্লুসিভ অর্থনৈতিক জোন বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পর পর দু’বার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানী জনগণকে আতঙ্কগ্রস্ত করে তোলেÑতারা পিয়ংইয়ং-এর এই আগ্রাসী তৎপরতা মোকাবেলায় প্রধানমন্ত্রী শিনজো আবেকে যথোপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করে পুনর্বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করে। যদিও দেশে আবের বিরুদ্ধে নানা ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ শোনা গিয়েছিল। নির্বাচনের আগে ও পরে শিনজো আবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে সামরিক হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বাড়িয়ে দেন। এ মাসের শুরুতে তার দলীয় প্রতিরক্ষা মন্ত্রী ইটসুনোরি ওনোভেরা বলেন, পিয়ংইয়ং-এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষিতে আমাদেরও প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর আবশ্যকতা রয়েছে। এদিকে গত মাসে প্রথমবার জাপান সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশ জাপানের নিজেকে রক্ষা করার অধিকার আছে। তাই, আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার লক্ষ্যে জাপানকে যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে এবং তার মাধ্যমে জাপান তার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
×