ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতি প্রত্যাখ্যান জাতিসংঘের

প্রকাশিত: ০৮:৩০, ২২ ডিসেম্বর ২০১৭

ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতি প্রত্যাখ্যান জাতিসংঘের

জনকণ্ঠ ডেস্ক ॥ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি নাকচ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। খবর বিবিসির। ওই স্বীকৃতি ‘অকার্যকর’ এবং তা বাতিল করা হোক-লেখা ওই প্রস্তাবের ওপর বৃহস্পতিবার সাধারণ পরিষদে ভোট হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ১২৮ দেশের প্রতিনিধিরা, ভোটদানে বিরত থেকেছে ৩৫টি দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে নয়টি। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরদিন ভোটাভুটিতে তার হুমকি অগ্রাহ্য করে ফিলিস্তিনীদের অধিকারের পক্ষে রায় দিল জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ। ভোটের আগে ট্রাম্পের হুমকির কাছে মাথানত না করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। অপরদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা এই ভোটের ফল প্রত্যাখ্যান করবেন। জাতিসংঘকে ‘মিথ্যার বেসাতি’ বলে আখ্যায়িত করেন তিনি।
×