ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ. কোরিয়ায় বহুতল ভবনে আগুনে ২৯ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:২৯, ২২ ডিসেম্বর ২০১৭

দ. কোরিয়ায় বহুতল ভবনে আগুনে ২৯ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার একটি বহুতল ভবনে বৃহস্পতিবার অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ৬০ জনের বেশি অগ্নিনির্বাপণ কর্মী। বিবিসি জানায়, আট তলা ভবনটি রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরের জেসিওন শহরে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভবনের নিচ তলার পার্ক করা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দ্রুত তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বাড়ে। তবে কর্মকর্তারা এখনও অগ্নিকা-ের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কিছু জানাননি। ভবনের ভেতর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের আশঙ্কা, নিহতের সংখ্যা বাড়তে পারে। অগ্নিকা-ের শুরু হওয়ার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে উঠে যান। পরে ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া গেছে ভবনের দোতলায় অবস্থিত ফিটনেস সেন্টার বা জিমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। অগ্নিনির্বাপণ দফতরের এক কর্মকর্তা জানান, অগ্নিকা- শুরু হলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে বাথরুমে আশ্রয় নেন। এর ফলে তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ আরও ক্ষীণ হয়ে পড়ে।
×