ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আস্থা বাড়াবে রংপুরের ভোট॥ ইডব্লিউজি

প্রকাশিত: ০৮:০৪, ২২ ডিসেম্বর ২০১৭

আস্থা বাড়াবে রংপুরের ভোট॥ ইডব্লিউজি

বিডিনিউজ ॥ নির্বাচন কমিশনের (ইসি) মতো ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) পরিচালক আব্দুল আলীমও মনে করেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ‘উৎসবমুখর’ পরিবেশ ভবিষ্যতের জন্য ‘মডেল’ হয়ে থাকবে। কোন ধরনের গোলযোগ-সহিংসতা না হওয়ায়, কারচুপি বা অনিয়মের অভিযোগ না ওঠায় এ ভোটের মাধ্যমে দেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি অংশীজনের আস্থা বাড়াবে বলেও তার বিশ্বাস। নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর মোর্চা ইডব্লিউজির পরিচালক আব্দুল আলীম বলেন, কোন সংহিসতা নেই, অনিয়ম নেই, কারচুপি নেই। সাম্প্রতিক নির্বাচনগুলোয় যে চিত্র দেখেছি তা ছিল না। এক কথায় বলা যায় শান্তিপূর্ণ নির্বাচন। বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে দলটি অভিযোগ করলেও সিইসি নূরুল হুদা বলেছেন, ওই অভিযোগ ‘সঠিক নয়’। আর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে; একটি মডেল নির্বাচন হয়েছে। আলীমও একই সুরে বলেছেন, রংপুরের ভোট নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সব ধরনের অংশীজনের আস্থা বাড়াবে। রংপুরে একটি সমন্বিত নির্বাচন হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার, তাতে সবার সহযোগিতা ছিল। এটাকে মডেল নির্বাচনও বলা যায়। এ রকম নির্বাচনই মানুষ প্রত্যাশা করে। তবে রংপুরে নির্বাচনের ফল দেখে আগামী সংসদ নির্বাচনের বিষয়ে আগাম কোন বিশ্লেষণ করাও ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
×