ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে মডেল নির্বাচন হয়েছে ॥ ইসি

প্রকাশিত: ০৮:০৩, ২২ ডিসেম্বর ২০১৭

রংপুরে মডেল নির্বাচন হয়েছে ॥ ইসি

বিডিনিউজ ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ‘উৎসবমুখর’ পরিবেশ ভবিষ্যতের জন্য ‘মডেল’ হয়ে থাকবে বলে মনে করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোট শেষে কমিশনের পক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা মডেল নির্বাচন করার কথা আপনাদের বলেছিলাম। রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, একটি মডেল নির্বাচন হয়েছে।’ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে এ নির্বাচনের ভোটগ্রহণ হয়। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ২৭৬। এবারের নির্বাচনে কোন কেন্দ্র থেকেই গোলযোগের কোন খবর আসেনি, যাকে নজিরবিহীন বলেছেন ভোটাররা। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা পর বেলা পাঁচটায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে রফিকুল ইসলামও বলেন, কোন ধরনের গোলযোগ, অপ্রীতিকর ঘটনা এ নির্বাচনে ঘটেনি। আর বিএনপির অভিযোগের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘যে কেউ অভিযোগ করতে পারেন, আমরা মনে করি তা সঠিক নয়। তবুও অভিযোগ যেহেতু করেছে, আমরা তা খতিয়ে দেখব।’
×