ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:২৫, ২২ ডিসেম্বর ২০১৭

কবিতা

বঙ্গবন্ধুর বাংলাদেশ মো. রুহুল আমীন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সকল পরতে তোমার ছোঁয়া, বাঙালীর হে মহান জাতির পিতা। তোমার প্রেরণায় ভাষা পেলাম, তোমার হিম্মতে আশা পেলাম, তোমার সেই আহ্বান- ‘এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম’ ছড়িয়ে পড়ল সারা বাংলায় শহর হতে সুদূর গাঁয়। সে আহ্বান বক্ষে ধরে লাখো বাঙালী দাঁড়াল ঘুরে, হারিয়ে গেল পরাধীনতা বাঙালী পেল স্বাধীনতা। তুমিই সেই মহান নেতা, জীবন দিয়েছ, মান দাও নি; তাই তো মোদের হারতে হয়নি। বাংলার নদ-নদী পুকুর-জলায় থাকবে যতদিন প্রাণ, বঙ্গবন্ধু তুমিই জাতির পিতা তুমি চির অম্লান। ** ভালোবাসা বহুদূর শ্যামসুন্দর সিকদার শুধু তোমার জন্যই এত ভালোবাসা বহুদূর সেই বকুলতলার ছায়া অন্তরে অন্তরে মায়া রোদ বিকেলের কবিতায় রবীন্দ্রনাথের সুর। সমুদ্র পারের মোহনীয় মৃদু বাতাসে নিঃশ্বাস সেই সুকান্তের কবিতায় জীবনের ছন্দে ছন্দে ফেলে আসা পথে পথে দু’জনের একান্ত বিশ্বাস। শুধু একটি গোপন চুক্তি একটি দিনের প্রাপ্তি সময়ের এক অফুরান মিষ্টি ভোরের প্রয়াসে কবিতার কাছে মুক্তি এবং প্রতিদানে পাই তৃপ্তি। ভোরের বাতাসে ভোর দেখেছি নিষ্পাপ আলো ফোটে বৃষ্টির ভেতর দেখেছি দৃষ্টির জল আনে প্রাণ নিত্যদিনে ভালোবাসা থাকে পবিত্র শিশুর ঠোঁটে। তুমি আমি মিলে অনাথ শিশুকে দিয়েছি যে দান যেন প্রতিদানহীন অর্ঘ্য দিতে দীর্ঘ পথযাত্রা মায়ের স্নেহের অমূল্য মায়ায় ফিরে অন্তপ্রাণ। সব প্রাণরস দেবো তারে নিঃশেষে উজাড় করে জীবনের সব সঞ্চিত অর্জন দেবো হাতে হাতে তোমার আমার এক বিকেলের পুরো অবসরে। শেফালীর সাথে মিতালী করেছি রাত্রি সুমধুর মধ্যরাতে তুমি আমি দেখি মাঘী পূর্ণিমার চাঁদ এসো ভুলে যাই আজ ছিল যত বেদনাবিধুর। একটু সুখের জন্যে দূর হতে এসে এত দূর একটি নিষ্পাপ সন্ধ্যা রেখে যাবো প্রজন্মের তরে শুধু তোমার জন্যই ফেলে আসা পথ বহুদূর।
×