ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৬:১০, ২২ ডিসেম্বর ২০১৭

আইনী পরামর্শ

প্রশ্ন : আমার বাবা ৬ মাস আগে মারা যায়। বাবা মারা যাওয়ার এক বছর পূর্বে তারা পাঁচ ভাই বোন মিলে তাদের জমি-জমা মৌখিক ভাগ বাটোয়ারা করে নেয় এবং পাঁচ পক্ষ বিশিষ্ট একটি বণ্টননামা দলিল করে। উক্ত দলিলে ৫ পক্ষের জন্য পাঁচটি তফসিল। আমার বাবা ও আমার দুই ফুফুর অংশে দেখা যায় যে, আমাদের অংশীয় মালিকানার জমির দাগ নম্বর ৩০২-এর স্থলে ২০৩ দেয়া। আর ফুফুদের মালিকানার অংশে দাগ নম্বর ৩০৪-এর স্থলে ৪০৩ দেয়া। এতে বাবার মৃত্যুর পর আমরা দলিলপত্রাদি বুঝে পেলেও দখল নিয়ে আরেক চাচার সঙ্গে বিরোধ দেখা দেয়। আমাদের ৩০২ দাগের অংশ উনি দাবি করেন। পরবর্তীতে সালিশ পর্যন্ত গড়ায়। আমরা নিশ্চিত ছিলাম, আমাদের দলিল সঠিক। সালিশকারকগণ বলেন, আপনি ২০৩ দাগের মালিক। ৩০২-এর নয়। সুতরাং এ জমি আপনার নয়। আমি এখন কি করতে পারি? শফিকুল ইসলাম নোয়াখালী উত্তর : আপনার প্রশ্নে আপনার দলিলটি জাল না ভুল এ সংক্রান্ত কোন তথ্য পরিষ্কার করেননি। তবে আপনার প্রশ্নের ভিতর থেকে যেটা বোঝা যাচ্ছে যে, দলিল করার সময় নম্বরটা লিখতে ভুল হয়েছে। দলিলে ভুল হলে দলিল সংশোধন-এর মামলা করলেই যথেষ্ট। আপনি ঝঢ়বপরভরপ জবষরবঃ অপঃ-এর ১৮৭৭ এর ৩১ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা, থানা বা জেলা জজ আদালতে দলিল সংশোধন-এর মামলা করতে পারেন। আর আপনার যারা পক্ষ আছে, তারা যদি রাজি থাকেন। তবে সহজে সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল সংশোধন করে নিয়ে আসতে পারেন। তাহলে সহজেই একটা সমাধান পেয়ে যাবেন।
×