ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিউই-উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতেও আলোচনায় গেইল

প্রকাশিত: ০৫:৩৮, ২২ ডিসেম্বর ২০১৭

কিউই-উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতেও আলোচনায় গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেটা তেমন ভাল যায়নি। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেটে সম্প্রতি ফর্মের তুঙ্গে থাকা ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার ক্রিস গেইল মাত্র ২২ রানেই সাজঘরে ফিরেছেন। ফলাফলটা তাই ক্যারিবীয়দের পক্ষে আসেনি। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতে গেছে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাকে ঘিরেই আলোচনা। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় অনুসারে শনিবার ভোর রাতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচটি হারের পর এখন ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে গেইলের ব্যাটে রান দেখার প্রত্যাশায় সফরকারী ক্যারিবীয়রা। প্রথম ওয়ানডেতে এভিন লুইসকে সঙ্গে নিয়ে গেইল বেশ ভালভাবেই শুরু করেছিলেন। কিন্তু সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪০ রানের উদ্বোধনী জুটিতে ২২ রানই করেছিলেন গেইল। তবে লুইস ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া রোভম্যান পাওয়েলের ৫৯ রানই ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে উল্লেখযোগ্য। এবার দ্বিতীয় ওয়ানডেতে মিডল অর্ডারদের জ্বলে ওঠার অপেক্ষা। তবে গেইলের ওপরই নজর থাকছে। কারণ তিনি জ্বলে উঠবেন এমন প্রত্যাশাই সাম্প্রতিক সময়ে বেশ সমস্যার মধ্যে থাকা ওয়েস্ট ইন্ডিজের। পেসার ডগ ব্রেসওয়েল আর লেগস্পিনার টড এ্যাস্টলই সর্বনাশ ডেকে এনেছিলেন। কিউইদের ভয়ানক বোলিং আক্রমণের বিরুদ্ধে দারুণ কিছু করতে হলে ৩৮ বছর বয়সী গেইলের ব্যাট ছাড়া অন্য কোন উপায় জানা নেই ক্যারিবীয়দের। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে ফেরেন গেইল। দীর্ঘ আড়াই বছর পর তিনি ক্যারিবীয় জার্সিতে ওয়ানডে খেলেছেন তারপর থেকে ৫টি ওয়ানডে খেলেছেন এ বছর। ৩৭, ৯৪ ও ৪০ রানের তিনটি ইনিংসও উপহার দিয়েছেন। তবে এবার বিপিএল টি২০ আসরে যেমন বিধ্বংসী ব্যাটিং করেছেন তাতে করে গেইলের ওপর আশা আরও বেশিই উইন্ডিজদের।
×