ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপাল-ভুটান মেয়েদের পয়েন্ট ভাগাভাগি

প্রকাশিত: ০৫:৩৮, ২২ ডিসেম্বর ২০১৭

নেপাল-ভুটান মেয়েদের পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস রিপোর্টার ॥ দুই দলেরই ফাইনালে ওঠার স্বপ্ন ধুলোয় মিশে গিয়েছিল আগেই। দুই দলই কোন ম্যাচে জেতেনি, কোন পয়েন্ট পায়নি, এমনকি কোন গোলও করেনি। এই প্রেক্ষাপটে দল দুটি মুখোমুখি হলে কে জিতবে বলুন তো? জবাব দেয়াটা কঠিন মনে হচ্ছে? হতেই পারে। কেননা মুখোমুখি লড়াইয়েও যে জেতেনি কোন দলই। সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে নেপাল ১-১ গোলে ড্র করে ভুটানের সঙ্গে। নেপাল আক্ষেপ করতেই পারে। কেননা তারা সমতায় ফিরে জেতার সুর্বণ সুযোগ পেনাল্টি মিসে নষ্ট করে (মিডফিল্ডার স্বরসতী হামাল, তার শটটি সাইড পোস্টে লেগে ফিরে আসে) এবং সেটা ম্যাচের অন্তিম মুহূর্তে। গোল করে ভুটানের মিডফিল্ডার দেকি ইয়াংদন (৯ মিনিটে)। নেপালের ফরোয়ার্ড সবিতা রানী মাগার গোল শোধ করে (৮১ মিনিটে)। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল। কিন্তু দল না জেতায় সে খুশি হয়নি ম্যাচসেরার পুরস্কার পেয়েও। নেপালের কোচ গঙ্গা গুরুং হারা ম্যাচ ড্র করে যেমন খুশি, তেমনি জেতার সুযোগ হাতছাড়া করায়ও সমান ব্যথিত। একই অবস্থা ভুটানের কোচ সুং জি লি’রও।
×