ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জন্মদিনে এমবাপের বিরল কীর্তি

প্রকাশিত: ০৫:৩৭, ২২ ডিসেম্বর ২০১৭

জন্মদিনে এমবাপের বিরল কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক কীর্তিগাথা রচনা করে চলেছেন কিলিয়ান এমবাপে। ফরাসী এই ফরোয়ার্ড গত মৌসুমে মোনাকোকে লীগ ওয়ানে চ্যাম্পিয়ন করিয়ে এবার এসেছেন প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। প্যারিসের ক্লাবটিতে এসে আরও ধার বেড়েছে তার। বুধবার যেমন অসাধারণ কীর্তির সারথী হয়েছেন। নিজের ১৯তম জন্মদিনে গোল করেছেন, আরেকটি গোলে সহায়তাও করেছেন। লীগ ওয়ানে গত দশ মৌসুমে একমাত্র ফুটবলার হিসেবে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এমবাপের কীর্তির ম্যাচে পিএসজিও পেয়েছে দারুণ জয়। ঘরের মাঠে তারা ৩-১ গোলে হারিয়েছে কায়েনকে। এর মধ্য দিয়ে জয় দিয়ে ২০১৭ সাল শেষ করেছে পিএসজি। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ২১ মিনিটে পিএসজিকে এগিয়ে নেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। দারুণভাবে মাঝ মাঠ থেকে বল নিয়ে ডানদিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন এমবাপে। তার কাছ থেকে বল নিয়ে লক্ষ্যভেদ করেন কাভানি। এটি এবারের লীগে তার ১৯তম গোল। পরের গোলটা এমবাপের নিজের। ম্যাচের ৫৭ মিনিটে বাঁপ্রান্ত থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে জালে জড়িয়ে দেন ফরাসী ফরোয়ার্ড। এটি লীগে তার অষ্টম গোল। ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন আইজেটা। নেইমারের পাস থেকে জোরালো শটে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার। পুরো ম্যাচ দাপিয়ে বেড়ালেও এদিন গোল পাননি নেইমার। পোস্টে কয়েকটি শট নিলেও জালের দেখা পাননি। তিন গোলে পিছিয়ে পড়া কায়েন শেষ সময়ে এসে দেখা পায় সান্ত¡নার গোল। শেষ মিনিটে সিলভা হাত দিয়ে বল রুখলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করেন ইভান সান্টিনি। এই জয়ে ১৯ ম্যাচ শেষে ১৬ জয় ও দুই ড্রতে ৫০ পয়েন্ট নিয়ে বছর শেষ করেছে পিএসজি। অন্যদিকে ঘরের মাঠে রেনকে ২-১ গোলে হারানো মোনাকো আছে দ্বিতীয় অবস্থানে। বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪১। এদিকে এই ম্যাচে গোল না পেলেও ভাল খেলা নেইমার চোখ রাখছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। ২০১৪ সালে নিজ দেশে ব্যর্থ হলেও এবার বড় স্বপ্ন বুনছেন সেলেসাও তারকা। চার বছর আগে বিশ্বকাপটা ছিল ঘরের মাঠে। ব্রাজিলের শিরোপা জয়ের আশায় ছিলেন সমর্থকরা। সেমিফাইনাল পর্যন্ত চলেও গিয়েছিল সেলেসাওরা। ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি নেইমার। তাতেই সব হারানোর বেদনায় জার্মানির কাছে রীতিমত বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। ওই টুর্নামেন্টে ইনজুরিতে পড়ার আগে চারটি গোল করেছিলেন নেইমার। ছিলেন গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। তবে অতীত ভেবে কষ্ট পেতে চান না পিএসজি তারকা। এবার স্বপ্নপূরণ করার লক্ষ্য। আগের চেয়ে এখন অনেক পরিণত বলেও মনে করেন নিজেকে। নেইমার বলেন, আগের চেয়ে এখনকার পার্থক্যটা বলা কঠিন। তবে আমার মনে হয়, এখন আমি অনেক অভিজ্ঞ, আগের চেয়ে ভাল বুঝতে শিখেছি, পরিণত হয়েছি।
×