ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মান কাপের শেষ আটের টিকেট পেল ওয়ের্ডার ব্রেমেন, লেভারকুসেন ও ফ্রাঙ্কফুর্ট

ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টারে বেয়ার্ন -

প্রকাশিত: ০৫:৩৪, ২২ ডিসেম্বর ২০১৭

ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টারে বেয়ার্ন -

স্পোর্টস রিপোর্টার ॥ কষ্টের জয়ে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। বুধবার নিজেদের মাঠে তারা ২-১ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের বিপক্ষে গোল দুটি করেছেন জেরোমে বোয়াটেং এবং থমাস মুলার। নিজেদের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারেনায় এদিন বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেয় বেয়ার্ন মিউনিখ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে জাপ হেইঙ্কেসের শিষ্যরা। ম্যাচ শুরুর ১২ মিনিটেই প্রথম এগিয়ে যায় তারা। দারুণ এক গোলে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান জেরোমে বোয়াটেং। ম্যাচের বয়স যখন ৪০ মিনিট তখনই গোল ব্যবধান দ্বিগুণ করে বেয়ার্ন। এবার গোলদাতার নাম থমাস মুলার। বেয়ার্ন মিউনিখের জার্সিতে চলতি মৌসুমে এটা তার চতুর্থ গোল। তবে টানা দুই ম্যাচে গোল করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন বেয়ার্ন মিউনিখের এই জার্মান স্ট্রাইকার। এর ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপ হেইঙ্কেসের দল। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে আন্দ্রি ইয়ারমোলেঙ্কো গোল করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারীরা। কিন্তু বাকি সময়টাতে বরুশিয়া ডর্টমুন্ড লড়াই করলেও প্রতিপক্ষকে আর কোন সুযোগ দেয়নি স্বাগতিকরা। ম্যাচ শেষে নিজেদের প্রথমার্ধের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন বেয়ার্নের প্রথম গোলের নায়ক বোয়াটেং। তবে তার মতে আরও আগেই জয়টা নিশ্চিত করে ফেলার প্রয়োজন ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা খুবই ভাল পারফর্মেন্স উপহার দিয়েছি সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে আমাদের উচিত ছিল আরও আগেই ম্যাচের ফলাফলটাকে আমাদের দিকেই নিশ্চিত করে ফেলা।’ অন্যদিকে জার্মান কাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পরও টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নেয়ায় স্বাভাবিকভাবেই হতাশ বরুশিয়া ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধের মতো প্রথমার্ধেও ভাল খেলতে পারলে ম্যাচের ফলাফলটা ভিন্ন কিছুও হতে পারতো বলে মনে করেন ডর্টমুন্ডের রক্ষণসৈনিক মার্সেল স্মেলজার। এ প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচের শেষের আধাঘণ্টা অসাধারণ ভাল খেলেছি আমরা। আর এমনটা যদি পুরো ম্যাচেই খেলতে পারতাম তাহলে হয়তো এখান থেকেও আমরা ভাল কিছু নিয়ে ফিরতাম।’ জার্মান কাপে এককভাবেই রাজত্ব করছে বেয়ার্ন মিউনিখ। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল দল তারা। সর্বোচ্চ ১৮ বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের উৎসব করেছে জাপ হেইঙ্কেসের দল। এই টুর্নামেন্টে বেয়ার্নের আশেপাশেও নেই কেউ। তাদের পর দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ওয়ের্ডার ব্রেমেন। বেয়ার্ন মিউনিখের মতো এদিন জয়ের স্বাদ পেয়েছে ওয়ের্ডার ব্রেমেনও। নিজেদের মাঠে তারা ৩-২ গোলে পরাজিত করেছে ফ্রেইবার্গকে। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে বেয়ার লেভারকুসেন এবং ফ্রাঙ্কফুর্ট। লেভারকুসেন ১-০ গোলে বরুশিয়া মোয়েনচেনগ্ল্যাডবাখকে হারিয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করে। আর এফসি হেইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ফ্রাঙ্কফুর্টও।
×