ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবসর ভেঙ্গে ফিরছেন বার্তোলি

প্রকাশিত: ০৫:৩২, ২২ ডিসেম্বর ২০১৭

অবসর ভেঙ্গে ফিরছেন বার্তোলি

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগে উইম্বলডন জিতে গোটা টেনিস বিশ্বকেই চমকে দিয়েছিলেন মারিয়ন বার্তোলি। তারচেয়েও বেশি চমকটা ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের পরপরই অবসরের খবর। তার অবসরের সিদ্ধান্তে সে সময়ে বিস্মিত হয়েছিলেন অনেকেই। কেউ কেউ তো সে সময়ই আবার কোর্টে ফিরবেন বলে ভবিষদ্বাণী দিয়ে রেখেছিলেন। সাবেক তারকা গোরান ইভানেসেভিচ তো বলেই দিয়েছিলেন, ‘উইম্বলডনে ও’ দারুণ পারফর্ম করেছে। পরেরবার উইম্বলডনের আগে ও’ নিশ্চয়ই নিজের সিদ্ধান্ত বদলাবে।’ পরের বছর অবশ্য সিদ্ধান্ত বদলাননি। তবে চার বছর পর মঙ্গলবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে এক ভিডিও পোস্টের মাধ্যমে আবারও পেশাদার টেনিসে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন। সেবার জার্মানির সাবিনে লিসিকিকে পরাজিত করে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন বার্তোলি। সেই উৎসবের রেশ কাটতে না কাটতেই ভক্ত-অনুরাগীদের হতাশ করা বিদায়ের খবরটা দিয়ে দেন ফরাসী তারকা। ২০১৩ সালে উইম্বলডন জয়ের পরপরই অবসরের ঘোষণা দেয়া মারিয়ন বার্তোলি তার ফিরে আসাটাকে খুব সহজভাবে দেখছেন না। জানালেন তার জন্য এটা হবে চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে বার্তোলি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। এখনও আমার সামনে অনেকদিন বাকি রয়েছে, যে দিনগুলোতে আমাকে কঠোর পরিশ্রম করে কোর্টে ফিরতে হবে। আবার কোর্টে ফেরার জন্য সত্যিকার অর্থেই আমি মুখিয়ে আছি। বিশেষ করে আমার হোম গ্রাউন্ড রোলাঁ গ্যাঁরোতে ফিরতে চাই। এছাড়াও ফেডকাপ ও উইম্বলডনও আমার লক্ষ্য।’ সুদীর্ঘ ক্যারিয়ারে আটটি ডব্লিউটিএ শিরোপা জিতেছেন মারিয়ন বার্তোলি। ২০১২ সালে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং সপ্তম স্থানে উন্নীত হয়েছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ফেডকাপ ছাড়াও তার চোখ মিয়ামির হার্ডকোর্টেও। মার্চে শুরু এই টুর্নামেন্টে খেলার কথাও আলাদা করে জানিয়েছেন তিনি। গত বছর অজানা এক ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বার্তোলি। যে কারণে ২০ কেজি ওজন কমে যায় তার।
×