ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ্যাপে মিলবে সিএনজি অটো

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৭

অ্যাপে মিলবে  সিএনজি  অটো

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১ জানুয়ারি থেকে রাজধানী মোটরবাইক ও প্রাইভেটকারের মতো এ্যাপে মিলবে সিএনজি চালিত অটোরিক্সা। এটাই হবে সিএনজি অটোরিক্সার প্রথম এ্যাপের মাধ্যমে গ্রাহক সেবা। এ্যাপে আবেদন করলে যেমন সিএনজি মিলবে তেমনি এ্যাপ ছাড়া শুধু চালকের মোবাইল ব্যবহার করে চলাচল করা যাবে। এজন্য দুই হাজার স্মার্টফোন চালকের হাতে তুলে দিয়ে এ সেবা শুরু করবে ‘গতি-লেটসগো’ নামের এ্যাপ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই এ্যাপের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ১ জানুয়ারি থেকে এ্যাপের যাত্রা শুরু হবে বলে জানান, গতি-লেটসগো এ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান এনআই বিআইজেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এন জামান চৌধুরী জেমস। এন জামান চৌধুরী জেমস আরও বলেন, সিএনজি অটোরিক্সায় যে মোবাইল ফোন দেয়া হবে সেগুলোকে শুধু গতি এ্যাপের জন্য নির্দিষ্ট করে দেয়ার চিন্তা করছেন তারা।
×