ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থনীতি সমিতিরসম্মেলনে বক্তারা

অর্থনৈতিক ব্যবস্থা জনকল্যাণমুখী হচ্ছে না

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৭

অর্থনৈতিক ব্যবস্থা জনকল্যাণমুখী হচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে উন্নয়ন কৌশল পুনর্নির্ধারণ করা জরুরী বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বর্তমানে অর্থনীতিতে নৈতিকতার প্রকট সঙ্কট রয়েছে। উপযুক্ত পরিকল্পনার অভাবে দেশের অর্থনীতি মূলধারা থেকে বিচ্যুত হয়েছে। ফলে অর্থনৈতিক ব্যবস্থা জণকল্যানমুখী হচ্ছে না। কার্যকরী কৌশল পুনর্নির্ধারণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির ওপর জোর দেন বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অর্থনীতি সমিতির ২০তম দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী ২০তম দ্বিবার্ষিক সম্মেলন। এতে অংশ নেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সম্মেলনের শুরুতেই, অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক তুলে দেয়া হয় অধ্যাপক রেহমান সোবহান এবং ড. আশরাফউদ্দীন চৌধুরীর হাতে। মরণোত্তর সম্মাননা পান অর্থনীতিবিদ ড. মাহাবুব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’কে মূল প্রতিপাদ্য নিয়ে এবারের তিন দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। স্পিকার বলেন, দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন দৃশ্যমান। দৃশ্যমান এ প্রবৃদ্ধির সুফল পেতে হলে সমাজজীবনে নারী-পুরুষের সমতায়ন নিশ্চিত করা দরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে বিশ্বায়নের প্রভাবগুলো বিশ্লেষণ করেই নীতি পরিকল্পনা গ্রহণ করা দরকার।
×