ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে কাল

প্রকাশিত: ০৫:১৯, ২২ ডিসেম্বর ২০১৭

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে কাল

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রায় ২ কোটি ২১ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আগামীকাল শনিবার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী কেন্দ্র ছাড়াও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে (ফেরিঘাট, লঞ্চঘাট, বাসস্টেশন, রেলস্টেশন এবং বঙ্গবন্ধু, দাউদকান্দি ও মেঘনা সেতু) এই কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী এই টিকা খাওয়াবেন। বৃহস্পতিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন (২য় রাউন্ড) উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা শিশু হাসপাতালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেন উদযাপিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম এনায়েত হোসেন, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মনজুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
×