ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ্ঞাবহ ইসির কারণে রসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি ॥ রিজভী

প্রকাশিত: ০৫:১৬, ২২ ডিসেম্বর ২০১৭

আজ্ঞাবহ ইসির কারণে রসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি নির্বাচন নিয়ে কোথাও কোন অভিযোগ পাওয়া না গেলে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের কারণে রংপুর সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এছাড়া তারা এ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারায় নির্বাচন কমিশনকে ব্যর্থ বলেও উল্লেখ করেছেন। অবশ্য বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা নিজের ভোট প্রদান করে নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ থাকলে ফলাফল ভাল হবে। তবে নির্বাচন শেষ হওয়ার পরও এ নির্বাচন নিয়ে কোন অভিযোগ তোলেননি তিনি। নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিএনপি বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কয়েকবার সংবাদ সম্মেলন করে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, রংপুর? সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বি?এনপির পোলিং এজেন্টদের নির্বাচন কেন্দ্র থেকে বের করে দেয়ারও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সকাল থেকে রংপুরে ভোটগ্রহণ শুরু হলেও গত দুইদিন থেকে ক্ষমতাসীন দ?ল ও তাদের জোটের নেতা-কর্মীদের তা-বে সেখানে ভীতিকর অবস্থা বিরাজ করছে। এছাড়া নির্বাচনী এজেন্টদেরও নানাভাবে হুমকি-ধমকি দে?য়া হচ্ছে। কয়েক জায়গায় প্রশাসনের ব্যক্তিদের সহায়তায় ভোটারদের ভয়ভীতি দেখানোর খবরও আমরা পেয়েছি।’ তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বর্তমান সরকারের মন্ত্রীর পদমর্যাদায় থেকেও গত চার দিন ধরে রংপুরে অবস্থান করছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত মতবিনিময় ও নির্বাচনী প্রচারের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। পার্টির নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বিকার থেকেছে এসব বিষয়ে। আসলে বর্তমান নির্বাচন কমিশনও আওয়ামী মহাজোটকে খুশি করার কাজে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে, এটা তার একটি উদাহরণ। এত কিছুর পরও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বিএনপির দাবি অনুযায়ী সেনা মোতায়েন না করে সেখানে আনসার সদস্যদের নামে আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মীদের নিয়োজিত করা হয়েছে। তিনি বলেন, সরকারের ইশারায় ঠুঁটো জগন্নাথের মতো নীরবতা পালন করেছে নির্বাচন কমিশন। বিরোধী দলগুলোর ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করেছে। সব মিলিয়ে আজকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে আমরা আবারও গভীর সন্দেহ ও সংশয় প্রকাশ করছি।
×