ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগের তান্ডব ॥ দোকান ও গাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:১৩, ২২ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে ছাত্রলীগের তান্ডব ॥ দোকান ও গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোড এবং আশপাশের এলাকায় বৃহস্পতিবার বিকেলে হঠাৎ ভাংচুর চালিয়েছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় একটি ব্যাংকের এটিএম বুথ, ৮টি দোকান এবং ৩টি গাড়ি ভাংচুর হয়। আচমকা ২০-২৫ জনের একটি গ্রুপ লোহার রড এবং লাঠিসোঁটা নিয়ে এ তান্ডব চালায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাংচুরের শিকার হয়েছে বনফুলের একটি শোরুম, একটি ফটোস্ট্যাটের দোকান, স্টেশনারি দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় তিনটি প্রাইভেটকারও ভাংচুর হয়েছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে হঠাৎ করে এ ঘটনা ঘটল তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, ওই এলাকার এক ছাত্রলীগ নেতা বুধবার দুপুরে ওমর গনি এমইএস কলেজ মাঠে একটি কনসার্টের আয়োজন করেছিল। কিন্তু এই আয়োজন পছন্দ করেনি মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোকাহত ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের কাছে অভিযোগ দিয়ে এ কনসার্টটি বন্ধ করে দেয়া হয়।
×