ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নূর হোসেনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:১২, ২২ ডিসেম্বর ২০১৭

নূর হোসেনকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ এপেনডিসাইটিসের জটিল সমস্যায় আক্রান্ত নূর হোসেনের (৬৫) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার এপেনডিক্স ফেটে শরীরে সংক্রমণ দেখা দিয়েছে। রক্ত হয়ে যাচ্ছে দূষিত। ব্যথায় কাতর হয়ে তিনি রাজধানীর পান্থপথের হেল্থ এ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অপারেশন করা হয়েছে। সাত দিন পর পরবর্তী চিকিৎসার বিষয়ে নির্দেশনা দেবেন চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসার পেছনে দৈনিক প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। পরিবারটির আর্থিক অবস্থা ভাল নয়। নূর হোসেনের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায় সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় নূর হোসেনের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা কামনা করেছে তার পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৬৮৬২৯৯৬৬৫। আর সাহায্য দিন তার ছেলে মোঃ ফিরোজ হোসেনের এই সঞ্চয়ী হিসাবে- ইস্টার্ন ব্যাংক লিমিটেড, চৌমুহনী শাখা, নোয়াখালী, হিসাব নং ০১১১০১০০৩৩৫৩৫। স্তন ক্যান্সারে আক্রান্ত শিউলী প্রভাকে বাঁচাতে এগিয়ে আসুন ॥ স্তন ক্যান্সারে আক্রান্ত শিউলী প্রভা দে (৪২) এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার দু’টি সন্তানের মধ্যে একজনের বয়স মাত্র তিন বছর। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায় সম্বল ফুরিয়ে গেছে। তার চিকিৎসার জন্য আরও ১৮ লাখ টাকা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিউলী প্রভার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিউলী প্রভার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১২০১২৯৬৪। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে শিউলী প্রভা দে, সোনালী ব্যাংক লিমিটেড, মগবাজার শাখা, ঢাকা, হিসাব নং ১০০০৮৬০৬৫। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×