ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিহ্যাব ফেয়ার উদ্বোধনীতে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘সবার জন্য আবাসন’ ২১ সালের মধ্যে বাস্তবায়ন চাই

প্রকাশিত: ০৫:১০, ২২ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘সবার জন্য আবাসন’ ২১ সালের মধ্যে বাস্তবায়ন চাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রাহকরা যাতে ফ্লাটের মালিক হতে পারেন সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে ‘সবার জন্য আবাসন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এজন্য সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অবকাঠামোগত খরচ কমিয়ে ফ্লাটের দাম স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা আয়োজন করেছে রিয়েল এ্যাস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী চৌধুরীর (শাওন) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া সংগঠনটির প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া মিলন ও ফেয়ার স্টান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। গৃহায়নমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজউকসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনায় বসে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক যাতে হাউজ বিল্ডিং ফাইন্যান্সকে ৫ হাজার কোটি টাকা ঋণ দেয় সে বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। পাঁচ দিনব্যাপী এ ফেয়ার চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফেয়ারে মোট ২০৩টি স্টল রয়েছে। আবাসন কোম্পানির পাশাপাশি মেলায় ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ক্রেতা-দর্শনার্থীরা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় আসতে পারবেন। সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি নামে মেলায় দুই ধরনের টিকেট থাকছে। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা যা দিয়ে একবারই প্রবেশ করা যাবে। আর ১০০ টাকা মূল্যমানের মাল্টিপল এন্ট্রি টিকিটের মাধ্যমে একজন দর্শনার্থী ফেয়ারে পাঁচবার প্রবেশ করতে পারবেন। টিকেট থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এছাড়া টিকেট ক্রেতাদের জন্য থাকছে র‌্যাফেল ড্র। আগামী ২৫ ডিসেম্বর রাত ৯টায় রাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ বছর র‌্যাফেল ড্র’র ১ম পুরস্কার একটি প্রাইভেটকার, ২য় পুরস্কার একটি মোটরসাইকেল, ৩য় পুরস্কার একটি রেফ্রিজারেটর, ৪র্থ পুরস্কার একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৫ম পুরস্কার একটি ওয়াশিং মেশিন এবং ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত মোবাইল ফোন পুরস্কার রয়েছে। উদ্বোধনের পর পরই বিপুল ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই জমে উঠেছে রিহ্যাব মেলা। কোম্পানিগুলো ফ্লাট ও প্লট বিক্রির জন্য বিভিন্ন অফার দিচ্ছে। ক্রেতারা এক স্টল থেকে আরেক স্টলে গিয়ে ফ্লাটের খোঁজ খবর নিচ্ছে। মিরপুর-১ এর শাহআলী থেকে এসেছেন ইলিয়াছ হোসেন। একটি কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। কিছুদিন ধরেই তিনি মিরপুর এলাকায় ভালমানের একটি ফ্লাটের খোঁজ করছেন। মেলায় আসা প্রসঙ্গে তিনি জনকণ্ঠকে বলেন, ফ্লাটের খোঁজখবর নেয়াসহ পছন্দ হলে বুকিং দেয়া হবে। তবে যেভাবে দাম নির্ধারণ করা হয়েছে তাতে ফ্লাট কেনা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, স্বল্প আয় ও চাকরিদের জন্য কমদামের ফ্লাট তৈরি করা প্রয়োজন। এছাড়া ফ্লাট কেনার ক্ষেত্রে ঋণপ্রাপ্তি সহজ হওয়া প্রয়োজন। ফার্মগেট থেকে মেলায় ঘুরতে এসেছেন জামাল হোসেন। তিনি বলেন, খোঁজখবর নিচ্ছি। দরদাম পটেগেলে কিস্তিতে একটি প্লট কেনা যেতে পারে। ক্রেতা দর্শনার্থীদের মাঝে কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের সুভিনিয়র, বিভিন্ন লিফলেট ও পুস্তিকা বিতরণ করছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সেবা সম্পর্কে ক্রেতা-দর্শনার্থীদের অবগত করছে।
×