ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়

প্রকাশিত: ০৫:০৭, ২২ ডিসেম্বর ২০১৭

চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়

বিডিনিউজ ॥ কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় না ফেরার দেশে পাড়ি জমালেন। আর এন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর দুপুরে মাল্টি অর্গান ফেইলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এপার-ওপার দুই বাংলার শ্রোতাদের কাছেই তিনি সমান জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জানা গেছে, ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চুচুঁড়ায় জন্ম জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। তার সঙ্গীতগুরু ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। এছাড়াও কিংবদন্তী শিল্পী চিন্ময় লাহিড়ী এবং সুধীন দাশগুপ্তের কাছেও তিনি গানের তালিম নিয়েছেন। আনন্দবাজার পত্রিকা জানায়, ‘বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস, হাইপার টেনশন ও কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ৯ ডিসেম্বর কিডনির সংক্রমণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বেশ কয়েকবার ভেন্টিলেশনেও রাখা হয়। ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার’, ‘বঁধুয়া আমার চোখে, জল এনেছে হায়’, ‘আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি’র মতো অজস্র জনপ্রিয় বাংলা গানের এই শিল্পী বাঙালীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও তার বেশ সুনাম ছিল। পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, পিন্টু ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট শিল্পীরা প্রয়াত শিল্পী জটিলেশ্বরের সুরে গান গেয়েছেন। তিনি সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘দামু’, ‘নটী বিনোদিনী’ চলচ্চিত্রে সঙ্গীত-সুরারোপের জন্য।
×