ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবে বেড়েছে ভোক্তা পর্যায়ে

বিশ্বব্যাপী স্বর্ণ বিক্রি কমেছে

প্রকাশিত: ০৪:১৭, ২২ ডিসেম্বর ২০১৭

বিশ্বব্যাপী স্বর্ণ বিক্রি কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী সারা বছরে স্বর্ণ বিক্রি হয় গড়ে ৪ হাজার টনের বেশি। তবে বাড়তি দামের কারণে কমছে ধাতুটির বিক্রি। তবে বাড়ছে ভোক্তা পর্যায়ে। একই সঙ্গে গেল বছরের শেষ প্রান্তিকে বেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মজুদও। স্বর্ণ এমন একটি পণ্য যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবারই পছন্দের ধাতু। সম্পদ হিসেবে মূল্যবান। সংরক্ষণ করা যায় বলে অন্যতম সঞ্চয়েরও উপাদান এটি। কখনও কখনও বিপদের বন্ধু। ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী মোট ৯১৫ টন স্বর্ণ বিক্রি হয়। যা আগের বছরের একই সময়ের চাহিদা তুলনায় প্রায় ৯ শতাংশ কম। ২০১৬ সালের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে মূল্যবান এই ধাতুর বিক্রি ছিল ১ হাজার ১ টন। বাড়তি দামের কারণেই চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে স্বর্ণের চাহিদা ও বিক্রি কমেছে। বিশ্বব্যাপী মোট বিক্রি কমলেও বছরের ব্যবধানে ভোক্তা পর্যায়ে স্বর্ণের বিক্রি ২ শতাংশের বেশি বেড়েছে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে ভোক্তা পর্যায়ে এর চাহিদা ছিল ৬৮৬ টন। আর ২০১৭ সালের একই সময়ে এই ধাতুর চাহিদা বেড়ে ৭০১ টনে দাঁড়ায়। কেন্দ্রীয় ব্যাংকগুলোতেও স্বর্ণ মজুদ বেড়েছে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে ৮৯ টন স্বর্ণ মজুদ করে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। চলতি বছরের একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের মজুদ হয়েছে ১১১ টন। বছরের ব্যবধানে মজুদ বেড়েছে ২৫ শতাংশ। প্রযুক্তি খাতেও স্বর্ণের চাহিদা বেড়েছে ২ শতাংশ। এই খাতে আগের বছরের জুলাই-সেপ্টেম্বর মেয়াদে ৮৩ টন স্বর্ণের চাহিদা থাকলেও চলতি বছরের একই সময়ে তা ৮৪ টন হয়।
×