ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কন্টেইনার স্ক্যানার স্থাপনে মংলা বন্দর আরও গতিশীল হবে

প্রকাশিত: ০৪:১৬, ২২ ডিসেম্বর ২০১৭

কন্টেইনার স্ক্যানার স্থাপনে মংলা বন্দর আরও গতিশীল হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় ও মংলা বন্দর কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘ ৬৭ বছর পর বন্দরে মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন করায় শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিম ধন্যবাদ জানিয়েছেন। তিনি মনে করেন এর ফলে ব্যাবসায়ী ও মংলা বন্দর ব্যবহারকারীদের দীর্ঘ দিনের দাবী পূরণ হলো। আধুনিক স্ক্যানার স্থাপনের ফলে কোনও হাতের স্পর্শ ছাড়াই ২ মিনিটে একটি কন্টেইনার স্ক্যানিং করা সম্ভব হবে, ফলে বন্দরের পণ্য খালাশ কার্যক্রম আরও গতিশীল ও শুল্ক সংগ্রহ কার্যক্রম সহজ হবে। স্ক্যানারের অভাবে এতদিন কন্টেইনার খুলে পণ্য পরীক্ষাকালে ব্যবসায়ীরা যেমন নানরকম হয়রানির শিকার হতো এবং তেমন এ কার্যক্রম সম্পন্ন করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো। করিম আরও মনে করেন, বন্দর কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ফলে ব্যবসায়ীবৃন্দ মংলা বন্দর ব্যবহারে আরও বেশি উৎসাহিত হবে। এছাড়া চোরাচালানের আশঙ্কাও কমে যাবে এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে। তিনি আশা প্রকাশ করেন বন্দরে আরও প্রয়োজনীয় সংখ্যক স্ক্যানারসহ অন্যান্য অত্যাধুনিক মেশিন ক্রয় ও স্থাপন করা হলে মংলা বন্দর একটি গতিশীল ও আধুনিক সমুদ্র বন্দরে পরিণত হবে।
×