ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৪:১১, ২২ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে ব্যাংকিং খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে। তবে বেশি দর হারানোর তালিকায় বেশিরভাগই ছিল জেড ক্যাটাগরির তালিকাভুক্ত কোম্পানি। গত কিছুদিন ধরেই অব্যাহতভাবে এই জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর দর বাড়ছিল। বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে এই ক্যাটাগরির দর কমেছে। দেখা গেছে, গত দুই দিন ধরেই দরবৃদ্ধির ছিল খাদ্য খাতের এমারেল্ড ওয়েলের শেয়ার। গত দুই দিনেই খাদ্য খাতের কোম্পানিটির শেয়ারের কোন বিক্রেতা ছিল না। প্রায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এই কোম্পানিটির লভ্যাংশ ও মুনাফা কমেছে উল্লেখযোগ্য হারে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির কারণে কারাগারে রয়েছে। বাকি পরিচালনা পর্ষদ কোম্পানিটির উৎপাদন চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা নতুন বিনিয়োগ আনতে পারেনি। কোম্পানিটির বিনিয়োগ ঝুঁকি মাথায় নিয়েই বিনিয়োগকারীরা শেয়ার কিনছেন। যার কারণে চাহিদার শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪৩ কোটি ৮৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৫১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে তা আর অব্যাহত থাকেনি। উল্টো শেয়ার বিক্রির চাপ বাড়ার কারণে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, ন্যাশনাল টিউব, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, রূপালী লাইফ, আলিফ ম্যানুফ্যাকচারিং, এবি ব্যাংক ও আমরা নেটওয়ার্ক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এমারেল্ড ওয়েল, রিপাবলিক, লাফার্জ সুরমা সিমেন্ট, আইসিবি ২য় এনআরবি, এবিবি মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, পদ্মা ওয়েল, লিব্রা ইনফিউশন, ঢাকা ইন্স্যুরেন্স ও ডরিন পাওয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : প্রগেসিভ লাইফ, ওয়াতা কেমিক্যাল, আইটিসি, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, বিডি ওয়েল্ডিং, পদ্মা লাইফ, সোনালী আশ ও ফাইন ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট ব্যাংক, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, আমরা নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, আরএসআরএম স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এবি ব্যাংক ও ওয়ান ব্যাংক।
×