ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকাতি ও চার নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৮, ২২ ডিসেম্বর ২০১৭

ডাকাতি ও চার নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২১ ডিসেম্বর ॥ ডাকাতি ও চার নারী ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ক্ষুব্ধ গ্রামবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় শত শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানান। এ সময় কর্ণফুলী থানা পুলিশের ব্যর্থতার অভিযোগ তোলেন। গত ১২ ডিসেম্বর গভীর রাতে প্রবাসীর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে ১১ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। এর আগে ডাকাতদল ওই পরিবারের তিন গৃহবধূসহ চার নারীকে ধর্ষণ করে। চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে কর্ণফুলী থানা পুলিশ শুরু থেকেই অবেহলা ও নির্যাতিত পরিবারকে উল্টো হয়রানি করতে থাকে। পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ২ জনকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে শাহমীর পুর এলাকার আহমদ মিয়ার পুত্র মোঃ সুমন প্রকাশ আবু পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়ায় তাকে আদালতে পাঠানো হয় এবং অপরজনক মাহমুদ ফারুককে আদালতে পাঠানো হয়েছে। কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানেজা বেগম নিশি, বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, বড়উঠান ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, বড়উঠান যুবলীগ সভাপতি সেলিম উদ্দিন, সহ-সভাপতি শহীদুল্লাহ, মোঃ হারুন মেম্বার, সাইফুদ্দিন মেম্বার, মুজিবুর রহমান, রেজাউল করিম টিটু, মোঃ হাসান, কবির আহমদ সওদাগর, মোঃ ফারুক, ইব্রাহিম সওদাগর, মোঃ ফোরকান, হাসান, জেলা ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনকালে বক্তারা বলেন, ঘটনার দীর্ঘ ৯ দিন পরও পুলিশ প্রকৃত আসামিদের গ্রেফতার করতে পারেনি। যা খুবই দুঃখজনক। অবিলম্বে ডাকাতি মালামাল উদ্ধারপূর্বক প্রকৃত আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
×