ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে স্কুলছাত্রী মুন্নি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৭, ২২ ডিসেম্বর ২০১৭

সুনামগঞ্জে স্কুলছাত্রী মুন্নি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সোমাইয়া আক্তার মুন্নী হত্যা মামলার প্রধান আসামি এহিয়া সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিলেটের মাসুক বাজার এলাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এনিয়ে মুন্নি হত্যাকা-ের দুই আসামিকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনার শুরু থেকেই একের পর এক বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টারের এনআইসি সেলের সহায়তায় তাকে এনালাইসেসে রাখা হয়। সে কখনও এক জায়গায় বেশি অবস্থান করেনি। সে ঘটনার পরপর সিলেটে যায় সেখান থেকে মায়মনসিংহ সেখান থেকে আবার আসে সিলেট এবং সিলেট থেকে যায় ঢাকা, ওইদিনই ঢাকা থেকে সিলেটে ফিরে আসে। এই ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে আইজিপি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে বলে পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান জানান। এই অভিযানে পুলিশের তিনটি বিশেষ টিম কাজ করে। এই সফল অভিযানের জন্য যারা কাজ করেছেন তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার বরকতুল্লাহ খান। মুন্নির মা রাহেলা খাতুন জানান, আমার মেয়ের হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। এখন যদি সুষ্ঠু বিচারের মাধ্যমে এই ঘাতকের ফাঁসি দেয়া হয় তাহলেই আমিসহ দেশবাসী খুশি হবে। দেশে ন্যায়বিচার আছে এটা প্রতিষ্ঠা পাবে। তাই সরকারের কাছে দাবি মুন্নি হত্যার খুনীকে যেন আইনের ফাঁকফোকরে ফেলে বিচার ভিন্ন খাতে প্রবাহিত না করা হয়। সুষ্ঠু বিচারের মাধ্যমে ঘাতকের ফাঁসি দেয়া হয়। উল্লেখ্য, সুনামগঞ্জের দিরাইয়ে শনিবার রাতে বখাটে এহিয়া সরদারের ছুরিকাঘাতে স্কুলছাত্রী সোমাইয়া আক্তার মুন্নী নিহত হন। সে এ বছর দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
×