ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত মাদক বিক্রেতার লাশ ফেরত

প্রকাশিত: ০৪:০৭, ২২ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত মাদক বিক্রেতার লাশ ফেরত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ ডিসেম্বর ॥ ধামইরহাট উপজেলার শিমুলতলী বিওপির ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। ঘটনার ২দিন পর বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০মিনিটে বিজিবির হাতে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। জানা গেছে, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আমবাটি গ্রামের গজিমুদ্দিনের পুত্র এরশাদ আলী (৩০) একজন মাদক বিক্রেতা। নিয়মিত ভারত থেকে সে ফেনসিডিল আনা-নেয়া করত। এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর সে সীমান্ত পেরিয়ে ভারতে যায় ফেনসিডিল আনতে। রাতে ফেনসিডিল নিয়ে বিএসএফ ১২২ ব্যাটালিয়নের ভাতশালা ক্যাম্পের আওতাধীন ফতেপুর গ্রাম হয়ে বাংলাদেশে আসছিল। এ সময় দেখতে পেয়ে ভাতশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মহেশপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ ডিসেম্বর ॥ মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামে পানিতে ডুবে হাসি ও খুশি নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলার সময় তারা দুইজনই পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের তাদের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, উজ্জ্বলপুর গ্রামের জহুরুল ইসলামের সাড়ে তিন বছরের যমজ মেয়ে হাসি ও খুশি সকালে বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে শাপলা তুলতে গিয়ে ডুবে যায়। স্বজনরা টের পেয়ে শিশু দুটিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবাসিক মেডিক্যাল অফিসার মাহবুবুল আলম তাদের মৃত ঘোষণা করেন।
×