ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেচারদ্বীপে খাল ভরাট করার অভিযোগে জরিমানা

প্রকাশিত: ০৪:০৫, ২২ ডিসেম্বর ২০১৭

পেচারদ্বীপে খাল ভরাট করার অভিযোগে জরিমানা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু খুনিয়াপালং ইউনিয়নের সমুদ্র তীরবর্তী পেচারদ্বীপ এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে খাল ভরাট করার অভিযোগে মারমেইড বীচ রিসোর্টকে এক লাখ টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডকে এক লাখ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে বৃহস্পতিবার দুুপরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জব্দ করা হয় একটি এক্সক্যাভেটর, একটি ড্রেজার ও ৩০টি পাইপ। অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব উপস্থিত ছিলেন।
×