ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার মামলা নিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৪, ২২ ডিসেম্বর ২০১৭

খালেদার মামলা নিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ ডিসেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে সব সময় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে দেশে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশবাহিনী তা প্রতিহত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, সাখোয়াত হোসেন সাখো, খলিলুর রহমান, লোকমান হোসেন, গোলাম হাসনায়েন রাসেল প্রমুখ। এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর মডেল থানা ভবনের উদ্বোধন করেন।
×