ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৪, ২২ ডিসেম্বর ২০১৭

টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেনি এমন ব্যক্তিদের টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভুরুঙ্গামারীতে প্রতিবাদ সভা করেছে ভুরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সাবেক উপজেলা কমান্ডার মহি উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মতি, ডেপুটি কমান্ডার আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা ও সাবেক জেল সুপার নূরুল ইসলাম, আব্দুল কাদের ও শাহজাহান আলী সাজু প্রমুখ। বক্তারা বলেন, চলতি বছরে ভুরুঙ্গামারী উপজেলায় ২৫৫ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে দুইশতাধিক ব্যক্তিকে মুজিবনগর সরকারের কর্মচারী দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিরা মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন না। তালিকাভুক্ত ওই ব্যক্তিরা ভুয়া মুক্তিযোদ্ধা। দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান তারা। হবিগঞ্জে ঘুমের ওষুধ খেয়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ অসতর্কতায় ফেলে রাখা ঘুমের ওষুধ খেয়ে বৃহস্পতিবার দুপুরে বাহুবলের সুঘর গ্রামে রায়হান মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের আমির আলীর পুত্র। পুলিশ ও নিহতের বাবা আমির আলী জানান, ওই দিন সকালে রায়হান সকলের অগোচরে ‘চরমিকাস’ নামে দুটি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে। পরে তার ঘুম ঘুম ভাব দেখা দিলে পরিবারের সদস্যরা তা বুঝতে পেরে দুপুরে রায়হানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার মুখলেস আখঞ্জি রায়হানকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
×