ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা ॥ চবি শিক্ষক রিমান্ডে

প্রকাশিত: ০৪:০৩, ২২ ডিসেম্বর ২০১৭

ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা ॥ চবি শিক্ষক রিমান্ডে

চবি সংবাদদাতা ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ হত্যা মামলার অন্যতম আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী আবু মনসুর বলেন, উভয়পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন জমাদানের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন গত বুধবার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এর আগে উচ্চ আদালত থেকে নেয়া ৬ সপ্তাহ জামিন শেষ হলে সোমবার পুনরায় জামিন আবেদন করেন আনোয়ার হোসেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে প্রায় দুইদিন ধরে ক্যাম্পাস অবরোধ করে রাখে চবি ছাত্রলীগের একাংশ। এরপর তারা ৫ দিনের নতুন কর্মসূচী ঘোষণা করেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন করে ছাত্রলীগের এই অংশটি।
×