ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিয়া যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হলেন পুতিন

প্রকাশিত: ০৩:৫২, ২২ ডিসেম্বর ২০১৭

সিরিয়া যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিরিয়ার প্রেসিডেন্ট হাফেজ আল আসাদ ২০ নবেম্বর সিরিয়ায় রুশ সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। দুই নেতা একসঙ্গে বল্টিক সাগরের তীরবর্তী কোচি শহরের একত্রিত হয়েছিলেন। ফরেন পলিসি। পুতিন সিরীয় যুদ্ধে রুশ সেনাবাহিনীর যারা দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, তাদের সঙ্গে প্রেসিডেন্ট আসাদের পরিচয় করিয়ে দেন। এ সময় পুতিন তার শ্রোতাদের এই বলে আশ্বস্ত করেন যে তিনি এবং আসাদ সিরিয়া পরিস্থিতি স্বাভাবিক করার সব প্রাসঙ্গিক দিক নিয়ে আলোচনা করেছেন। পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে অসীম সাহস ও আত্মত্যাগের পাশাপাশি সিরিয়ায় রাজনৈতিক সংলাপের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য রুশ সেনাদের ধন্যবাদ জানান আসাদ। দুই নেতার এই যৌথ ঘোষণা সিরিয়া, মিসর ও তুরস্কে প্রেসিডেন্ট পুতিনের বিজয় হিসেবে ব্যাপক প্রচারণা পেয়েছে। যুদ্ধ শেষের দিকে পশ্চিমা নিয়ন্ত্রিত গণমাধ্যম একতরফাভাবে সিরিয়ায় বিমান হামলায় হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করা, সারিন গ্যাস আক্রমণ, শরণার্থীদের আশ্রয়স্থল বদল ইত্যাদি ইস্যুতে আসাদ ও পুতিনের ব্যাপক সমালোচনা করে। চ্যানেল ওয়ানের রাজনৈতিক ধারাভাষ্যকার উপস্থাপক ভ্লাদিমির পসনার ২০১৫ সালের অক্টোবরে সিরিয়ায় রুশ সহায়তার কড়া সমালোচনা করেছিলেন। এ সময় পসনার বলেছিলেন সিরিয়াকে সাহায্য করে পুতিন রাশিয়ার জন্য বিপদ ডেকে নিয়ে আসছেন। কারণ ইসলামিক স্টেট বা আইএস প্রকৃত পক্ষে একটি রাষ্ট্র নয়। এটি একটি আদর্শ। রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা গেলেও আদর্শের বিরুদ্ধে এভাবে যুদ্ধ করা যায় না। সিরিয়াকে সহায়তা করায় আইএসের যোদ্ধারা রাশিয়ার ভেতরে বসবাসকারী বিপুলসংখ্যক মুসলমানের সহায়তায় দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কিন্ত শেষ পর্যন্ত জয়ী হলেন পুতিনই।
×