ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আহত ৫

বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ কাস্টমস কর্মকর্তাদের সংঘর্ষ॥ এক ঘন্টা কাজ বন্ধ

প্রকাশিত: ০৭:২৯, ২১ ডিসেম্বর ২০১৭

বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ কাস্টমস কর্মকর্তাদের সংঘর্ষ॥ এক ঘন্টা কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ চেকপোস্টে বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ কাস্টমস কর্মকর্তা আহত হয়েছেন। প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধসহ বন্দর থেকে সব ধরনের মাল খালাস প্রক্রিয়া বন্ধ করে দেয় কাস্টম অফিসার্স এ্যাসোশিয়েশন। এক ঘণ্টা পর বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, সন্ধ্যার দিকে ভারত থেকে শরীফ সহ লাগেজ পার্টির দুজন কাস্টম তল্লাশি কেন্দ্র পার হওয়ার সময় তাদের ব্যাগ তল্লাশি করতে চাইলে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় ইমিগ্রেশনের কয়েক পুলিশ এসে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা চালায় এবং অফিস ভাংচুর করে। পুলিশের হামলায় সুপারিনটেন্ডেন্ট সুভাশিষ বাবু, নজরুল ইসলাম বাঙালী, ইন্সপেক্টর ফরহাদ রেজা, মামুনুল হক ও ইকবাল হোসেন আহত হন। এ ঘটনার প্রতিবাদে কাস্টমস অফিসার্স এ্যাসোশিয়েশন দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর থেকে সবধরনের মাল খালাস বন্ধ করে দেয়। এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, সন্ধ্যায় তিনি পাসপোর্ট যাত্রীদের খোঁজ খবর নিতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে গেলে কাস্টমস কর্মকর্তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে কাস্টমস ও পুলিশের মধ্যে হাতাহাতি হয়। এ সময় রাজস্ব কর্মকর্তা নজরুল বাঙালী তাকে গালিগালাজ করলে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
×