ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটিতে রক্তদান কর্মসূচী

প্রকাশিত: ০৬:৪৯, ২১ ডিসেম্বর ২০১৭

সাউথইস্ট ভার্সিটিতে রক্তদান কর্মসূচী

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের সহযোগিতায় সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের সেমিনার হলে এক রক্তদান কর্মসূচীর আয়োজন করে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পুলিশ সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অহিদুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গুলশান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম পিপিএম।অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীসহ বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত রক্তদান কেন্দ্রে ৫৬ ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা স্বেচ্ছায় রক্তদান করেন। -বিজ্ঞপ্তি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন আজ বৃহস্পতিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ম সমাবর্তন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও এ ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সমাবর্তনে বক্তা থাকবেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডাঃ মুহাম্মাদ শহীদুল কাদির পাটোয়ারী, উপাচার্য প্রফেসর. ড. কেএম. মোহসীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মইনুল ইসলাম ও ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। -বিজ্ঞপ্তি ইস্টার্ন ভার্সিটির শীতবস্ত্র বিতরণ ইস্টার্ন ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্রের মধ্যে ছিল এক হাজার কম্বল, দুই শত শীতের পোশাক ও বেশ কিছু জামা কাপড়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টির সদস্য, ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে সংগৃহীত অর্থে ক্লাবটি গরিব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। মোগলহাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রব, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রাহমান, মোগলহাট হাই স্কুলের প্রিন্সিপাল আফ্লাতুন ইসলাম ও আরও অনেকে। -বিজ্ঞপ্তি
×