ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্ণফুলীতে ডাকাতি শেষে চার নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়

প্রকাশিত: ০৬:৪৮, ২১ ডিসেম্বর ২০১৭

কর্ণফুলীতে ডাকাতি শেষে চার নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২০ ডিসেম্বর ॥ কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় প্রবাসীর ঘরে ডাকাতি শেষে তিন গৃহবধূসহ চার নারীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রামজুড়ে তোলপাড় চলছে। পুলিশ এ পর্যন্ত সন্দেহজনকভাবে চার জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার ৫নং ওয়ার্ডের ক্বারী ইব্রাহিমের ছেলে মাহমুদ ফারুক, একই এলাকার হারুনের ছেলে রোকন, শিকলবাহা এলাকার দুলাল মিয়ার ছেলে ইসমাইল প্রকাশ কালু ও শাহমীরপুর এলাকার আহমদ মিয়ার ছেলে সুমন প্রকাশ আবু। তাদের মধ্যে আবু পুলিশের কাছে স্বীকারোক্তিও দিয়েছে। এদিকে ডাকাতি ও ধর্ষণের খবর পেয়ে বুধবার দুপুরে প্রবাসী ওবায়দুল দেশে ফিরে এসেছেন। বর্তমানে তাদের পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল আলম জানান। জানা গেছে, গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার শাহমীরপুর (সাবেক পটিয়া উপজেলা) এলাকায় প্রবাসীর ঘরে ডাকাতি শেষে ৪ নারী ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই রহমত উল্লাহ বাদী হয়ে কর্ণফুলী থানায় পৃথক দু’টি মামলা করেছেন। এর আগে কর্ণফুলী ও পটিয়া থানা পুলিশের মধ্যে সীমানা নিয়ে বিতর্ক হয়। পরে পটিয়া থানা পুলিশের কাছ থেকে সীমানার বিষয়টি নিশ্চিত হয়ে প্রবাসীর ভাই কর্ণফুলী থানায় মামলা করেন। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি ছৈয়দুল মোস্তফা জানান, তিনি কর্ণফুলী থানায় নতুন যোগদান করেছেন। যার কারণে ঘটনাস্থল শাহমীরপুর এলাকাটি নিয়ে কর্ণফুলী ও পটিয়া থানা পুলিশের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছিল। অবশ্যই পরে বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার পর ঘটনায় জড়িতদের গ্রেফতার শুরু করেন। এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
×