ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝুঁকি নিয়ে পারাপার

টাঙ্গাইলে ৫ লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই

প্রকাশিত: ০৬:৪২, ২১ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলে ৫ লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ ডিসেম্বর ॥ বাসাইল অংশে ৫টি লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহনসহ ঝুঁঁকি নিয়ে চলাচল করছে। এ অবস্থায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোড়, হাবলা ইউনিয়নের সহেরাতুল, টেঙ্গুরিয়াপাড়া, সালিনাপাড়া ও সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় রেলপথের ওপর দিয়ে যাওয়া সড়ক পথের লেভেল ক্রসিং-এ গেটম্যান না থাকায় এসব ক্রসিং দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে ট্রাক, মাইক্রোবাস, অটোরিক্সাসহ বিভিন্ন শ্রেণীর যানবাহন। কোমলমতি শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে এসব লেভেল ক্রসিং পারাপার হয়। সরেজমিনে দেখা যায়, লেভেল ক্রসিং-এ সতর্কতামূলক ‘এই লেভেল ক্রসিং গেটে গেটম্যান নাই, নিজ দায়িত্বে ও সাবধানে লেভেল ক্রসিং পারাপার হইবেন’- এ জাতীয় লেখা সাইনবোর্ড দেখা গেলেও অধিকাংশ লেভেল ক্রসিং-এ কোন ধরনের নিরাপত্তা গেট বা এ জাতীয় কোন ও সাইনবোর্ডও নেই। এসব এলাকায় নিরাপত্তাজনিত কোন ধরনের বাতিও নেই। বিশেষ করে দাপনাজোর এলাকায় লেভেল ক্রসিং-এ বড় ধরনের বাঁক থাকায় ট্রেন আসছে কিনা কোন সংকেতও পাওয়া যায় না। ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে এখানে। শীত মৌসুমে কুয়াশার কারণে আরও বেশি সমস্যায় পড়তে হয় যাতায়াতকারীদের। সিএনজিচালিত অটোরিক্সাচালক বিকাশ সরকার বলেন, দাপনাজোরে লেভেল ক্রসিং-এ সিগন্যাল বার ও গেটম্যান নেই। বেশ কয়েকবার এখানে ট্রেনের সঙ্গে যানবাহনের ধাক্কা লেগেছে। এখানে রেলপথে বাঁক থাকায় ট্রেন আসছে কিনা তাও দেখা যায় না। ট্রেন না দেখেই যানবাহন পারাপার হতে গিয়ে প্রতিনিত দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে টাঙ্গাইল (ঘারিন্দা) রেলওয়ে স্টেশন মাস্টার জালাল উদ্দিন বলেন, বাসাইলের লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গেটম্যান নিয়োগ জরুরী। বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ দেখাশোনা করে।
×