ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে সেতু ধসে ট্রাক নদীতে ॥ সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৬:৪০, ২১ ডিসেম্বর ২০১৭

নান্দাইলে সেতু ধসে ট্রাক নদীতে ॥ সড়ক যোগাযোগ বন্ধ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২০ ডিসেম্বর ॥ উপজেলার কানারামপুর-মধুপুর সড়কের বেইলি ব্রিজটি অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাকসহ ধসে পড়লে চালকসহ ৫ জন আহত হয়। এ সময় তিনটি মোটরসাইকেলও নদীতে পড়ে যায়। জানা যায়, মঙ্গলবার রাতে শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লা বোঝাই ট্রাকটি বেইলি সেতু অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে। সড়ক ও জনপথের এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকি নিয়ে নান্দাইল, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ ও গফরগাঁও এই চারটি উপজেলার বিপুল সংখ্যক লোকজনও সেতু দিয়ে চলাচল করত। সেতু ধসের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছছে। ওই সড়কের দুই দিক থেকে আসা শত শত যানবাহন আটকে সারাদেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীসহ সাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। স্থানীয় লোকজন জানায়, হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। পরে তারা ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, চারালকাটা নদীর উপর নির্মিত নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সঙ্গে রংপুরের তারাগঞ্জ উপজেলা সড়কের বেইলি ব্রিজের পাটাতন ভেঙ্গে পড়েছে। গত তিন দিন হতে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীসহ এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বুধবার বিকেলে স্থানীয় লোকজন অভিযোগ করে জানায়, বেইলি ব্রিজটির শুধু পাটাতন নয়, পুরো ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এলাকাবাসী আরও জানায়, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড চারালকাটা নদীর চর ড্রেজিং করে করে নদীর বালি উত্তোলন করে ক্যানেলের দুই পাশে ভরাট করে রাখে। ওইসব বালি একটি চক্র পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আঁধারে ১০ চাকার ট্রাকে করে রাতভর বেইলি ব্রিজের ওপর দিয়ে বালি পরিবহন করার কারণে ব্রিজের পাটাতন ভেঙ্গে যায়। উপজেলার দক্ষিণ বাহাগিলি ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ব্রিজটির পাটাতন গত ১৭ ডিসেম্বর ভেঙ্গে যায়। তিন দিন হয়ে গেলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মালামাল পরিবহনে কোন ট্রাক বা পিকআপ চলাচল করতে পারছেনা। অটোচালক একরামুল হক বলেন, ব্রিজটির পাটাতন ভেঙ্গে যাওয়ার ফলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। অনেক কষ্ট করে অটো নিয়ে চলাচল করছি। বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু জানান, আমি ব্রিজটি খুব দ্রুত মেরামতের জন্য নীলফামারী সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত ব্রিজটি ভাঙ্গা অবস্থায় রয়েছে। ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
×