ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রমিকের কাজও করবে রোবট

প্রকাশিত: ০৬:২৯, ২১ ডিসেম্বর ২০১৭

শ্রমিকের কাজও করবে রোবট

বর্তমানে দেশের শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের বেশিরভাগই অদক্ষ। তাই উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। এক্ষেত্রে শ্রমিকদের পরিপূরক হিসেবে স্বল্প সময়ে উৎপাদনমুখী কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে রোবট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান-ইউনিভার্সাল রোবটস আয়োজিত এক অনুষ্ঠানে এমন মত তুলে ধরেন বক্তারা। এসময় উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে রোবট ব্যবহারের নানা সুবিধা সংক্রান্ত বিষয়াদি তুলে ধরা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×