ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত: ০৬:২৭, ২১ ডিসেম্বর ২০১৭

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দৈনিক জনকণ্ঠে গত ৬ ডিসেম্বর প্রকাশিত ‘আমদানিকৃত ট্রেনের কোচ কেনায় কারসাজি’ শীর্ষক সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী (প্রকল্প) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কাজী মোহাম্মদ ওমর ফারুক। তিনি লিখিত জানিয়েছেন, আমদানিকৃত ইন্দোনেশিয়ান ১৩টি মিটারগেজ খাবার গাড়ির প্রত্যেকটিতে ২০টি সিট থাকার কথা থাকলেও নক্সা পরিবর্তন করায় সিট কমে গেছে। ২০১৯ সালের জানুয়ারিতে ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার কথা। তবে আমদানির পর কিছু ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হওয়ায় তা মেরামত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে আবারও ২০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ কোচ আমদানির চুক্তি হয়েছে ২০১৭ সালে। প্রতিবেদকের বক্তব্য ॥ দেশের স্বার্থে প্রকাশিত সংবাদটি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রকাশিত হয়নি। কিন্তু সরকারী নিয়ম অমান্য করেছেন প্রতিবাদ প্রেরক। তিনি রেলওয়ের মনোগ্রাম সংবলিত নির্দিষ্ট প্যাড বাদ দিয়ে সাধারণ কাগজে প্রতিবাদ প্রেরণ করেছেন। এমনকি জনসংযোগ বিভাগের মাধ্যমেও প্রতিবাদ প্রেরণ করেননি। আবার সংবাদে উল্লেখিত প্রকল্প পরিচালক মোহাম্মদ সামছুজ্জামানও এ বিষয়ে কোন প্রতিবাদ করেননি।
×