ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা তৃতীয়বার মুনাফায় বিমান

প্রকাশিত: ০৬:২৭, ২১ ডিসেম্বর ২০১৭

টানা তৃতীয়বার মুনাফায় বিমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের অর্থবছরের (২০১৫-১৬) চেয়ে ২০১৬-১৭ অর্থবছরে মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০১৬-১৭ অর্থবছরে সংস্থাটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ১৫১ কোটি টাকা। আর আগের অর্থবছরে কর পূর্ববর্তী মুনাফা হয়েছিল হয়েছিল ১২৭ কোটি টাকা। সুতরাং এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা। বিমান বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় (ইজিএম) বিমানের ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ নিয়ে পরপর তিনবার ধারাবাহিক মুনাফা অর্জন করেছে বিমান। ২০১৬-১৭ অর্থবছরে বিমানের কর পূর্ববর্তী মুনাফা গত অর্থবছরের চেয়ে বাড়লেও নিট মুনাফার পরিমাণ কমেছে। ২০১৬-১৭ অর্থবছরে বিমান নিট মুনাফা করেছে ৪৭ কোটি টাকা। গত অর্থবছরে সংস্থাটির নিট মুনাফা করেছিল ২৩৫ কোটি টাকা। বিমানের শেয়ারহোল্ডার ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাসনাত জিয়াউল হক বলেন, বিমানের মুনাফা অব্যাহত রয়েছে। তবে নানা প্রতিকূলতার কারণে মুনাফা গত অর্থবছরের চেয়ে কমেছে। কার্গো নিষেধাজ্ঞা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে নতুন নতুন রুটে বিমান বহরে আরও উড়োজাহাজ যুক্ত হলে সংস্থাটির আয় আরও বাড়বে। আয় কমার বিষয়ে আবুল হাসনাত জিয়াউল হক বলেন, ডলার একচেঞ্জ রেটের তারতম্য, দেশী-বিদেশী এয়ারলাইন্সের প্রতিযোগিতা বাড়ায় সংস্থাটির মুনাফা কমেছে।
×