ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিএমসির ১৩ বন্ধ মিল চালু হচ্ছে

প্রকাশিত: ০৬:২৭, ২১ ডিসেম্বর ২০১৭

বিটিএমসির ১৩ বন্ধ মিল চালু হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন বন্ধ এবং লোকসানে থাকা বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) ১৩ মিল কারখানা চালু করবে সরকার। সরকারী-বেসরকারী অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে নতুন করে সচল হবে কারখানাগুলো। মিলগুলো চালুর ক্ষেত্রে প্রকল্প ব্যয় ধার হয়েছে ১৫ হাজার ২০০ কোটি টাকা। এতে বেকার শ্রমিকদের কর্মসংস্থানসহ বিটিএমসি লোকসান অনেক কমিয়ে আনা যাবে বলে মনে করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়, প্রধানমন্ত্রী গত ২০১৪ সালের ১২ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে ‘বিটিএমসির বন্ধ মিলসমূহ চালুর ব্যবস্থা নিতে হবে’ মর্মে অনুশাসন প্রদান করেন। ওই অনুশাসনের পরিপ্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিটিএমসির আওতাধীন ১৩ মিল পিপিপির মাধ্যমে চালুর উদ্যোগ নেয়া হয়। একই সঙ্গে বিটিএমসির অধীস্থ ‘আর আর টেক্সটাইল মিল, চট্টগ্রাম’- এর নাম পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট অব আর আর টেক্সটাইল মিল এ্যাট চট্টগ্রাম’ নাম প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। এ মিলে জমির পরিমাণ ১০ দশমিক ৯৫ একর; যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩০ কোটি টাকা। ‘আমিন টেক্সটাইল মিল, চট্টগ্রাম’-এর নাম পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট অব আমিন টেক্সটাইল মিল এ্যাট ষোলোশহর, চট্টগ্রাম’ নাম প্রস্তাব করা হয়েছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। এ মিলে জমির পরিমাণ ২৩ দশমিক ৪৯ একর, যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩১০ কোটি টাকা। মাগুরা টেক্সটাইল মিল, মাগুরা-এর নাম পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট অব মাগুরা টেক্সটাইল মিল এ্যাট মাগুরা’ নাম প্রস্তাব করা হয়েছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। এ মিলে জমির পরিমাণ ১৬ দশমিক ১৭ একর, যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৩১০ কোটি টাকা। রাঙ্গামাটি টেক্সটাইল মিল, রাঙ্গামাটি’- এর নাম পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট অব রাঙ্গামাটি টেক্সটাইল মিল এ্যাট রাঙ্গামাটি’ নাম প্রস্তাব করা হয়েছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। এ মিলে জমির পরিমাণ ২৬ দশমিক ১৭ একর; যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০ কোটি টাকা। বেঙ্গল টেক্সটাইল মিল, নওয়াপাড়া, যশোর’- এর নাম পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট বেঙ্গল টেক্সটাইল মিল এ্যাট নওয়াপাড়া, যশোর’ নাম প্রস্তাব করা হয়েছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। এ মিলে জমির পরিমাণ ১৫ দশমিক ৯২ একর; যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২৮ কোটি টাকা। রাজশাহী টেক্সটাইল মিল, রাজশাহী’- এর নাম পরিবর্তন করে ‘ডেভেলপমেন্ট রাজশাহী টেক্সটাইল মিল এ্যাট সপুরা, রাজশাহী’ নাম প্রস্তাব করা হয়েছে। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। এ মিলে জমির পরিমাণ ২৬ দশমিক ৫৩ একর; যার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৭৩ কোটি টাকা।
×