ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলিফের রাইটের চাঁদা গ্রহণ ৩০ জানুয়ারি

প্রকাশিত: ০৬:২১, ২১ ডিসেম্বর ২০১৭

আলিফের রাইটের চাঁদা গ্রহণ ৩০ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (সাবেক সিএমসি কামাল) রাইট শেয়ারের জন্য আবেদন আগামী ৩০ জানুয়ারি ২০১৮ থেকে শুরু হয়ে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জানুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, মঙ্গলবার বিএসইসির ৬২০তম কমিশন সভায় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটিকে ১:১ হারে অর্থাৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইটের জন্য অনুমোদন দিয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহ করবে।
×