ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতনেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:২১, ২১ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের পতনেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। টানা দুই দিনে ব্যাংক খাতের শেয়ারের দর বাড়ার পরদিন অর্থাৎ তৃতীয় কার্যদিবসেই শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। ফলে সূচকের নেতিবাচক প্রবণতা দেখা দেয়। তবে এর বিপরীতে বেড়েছে বীমা খাতের কোম্পানিগুলোর দর। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪৬৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। সকালে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩১ পয়েন্টে। বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল টিউব লিমিটেড। কোম্পানিটি ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৫২ বারে ১৩ লাখ ৭৫ হাজার ৫৫৪টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। কোম্পানিটির এক হাজার ২৪ বারে ৬ লাখ ১৪ হাজার ৬৫২টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৮ কোটি ৪১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড ২ হাজার ৩৯২ বারে ১৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন ১১ কোটি ৭৪ লাখ টাকা, সিটি ব্যাংক ১০ কোটি ৭৪ লাখ, ইসলামী ব্যাংক ১০ কোটি ৪৫ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৬৯ লাখ, স্কয়ার টেক্সটাইল ৯ কোটি ২৫ লাখ, ব্র্যাক ব্যাংক ৯ কোটি ১৬ লাখ ও আমরা নেটওয়ার্কস ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এই দিনে দরবৃদ্ধির তালিকায় আধিপত্য বিস্তার করেছে বীমা খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই বীমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বুধবার এই তালিকার শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩২০ বারে ২০ লাখ ১৭ হাজার ৭৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৯ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। দিনটিতে কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৮ বারে ২ লাখ ৪৭ হাজার ২৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার সিমেন্ট, সাউথ ইস্ট ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল ও বেক্সিমকো।
×